MI vs KKR (Photo Credits: File Image)

আইপিএলে (IPL 2021)-র গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রবিবার সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-তে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে হেরে কলকাতার (KKR) বিরুদ্ধে নামছে মুম্বই। অন্যদিকে, আরসিবি-র বিরুদ্ধে দুরন্ত জয়ের পর দুবাইতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছেন ইয়ন মর্গানরা। কেকেআর শিবিরের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হল, মুম্বইকে হারাতে পারলে প্লে অফের লড়াইয়ে ঢুকে পড়বে তারা। অন্যদিকে, মুম্বই যদি হেরে যায় তাহলে প্লে অফের লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়বে। ৮ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ৮, সম সংখ্যাক ম্যাচ খেলে কলকাতা ৬ পয়েন্টে দাঁড়িয়ে।

জানা যাচ্ছে, কলকাতার বিরুদ্ধে মুম্বইয়ের প্রথম একাদশে ফিরতে চলেছেন রোহিত শর্মা। ধোনিদের বিরুদ্ধে রোহিতের অভাব টের পেয়েছে আম্বানির দল। ইংল্যান্ড সফর সেরে ফেরা রোহিতের সামান্য চোটের সমস্যা ছিল, তাই কোনও ঝুঁকি না নিয়ে চেন্নাই ম্যাচে তাঁকে নামানো হয়নি। তবে এবার প্লে অফের লড়াই শুরু হয়েছে, এমন সময় একটা ম্যাচে হারা মানেই চাপে পড়ে যাওয়া। তাই কলকাতার বিরুদ্ধে রোহিতকে নামাতে চলেছে মুম্বই। তবে হার্দিক পান্ডিয়ার খেলার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। আরও পড়ুন: T Natarajan Tests Positive for COVID-19: খেলা শুরুর আগে হায়দ্রাবাদের পেসার টি নটরাজনের ধরা পড়ল করোনা

দুই দলের সম্ভাব্য একাদশ:

মুম্বই ইন্ডিয়ান্স: ক্যুইন্টন ডি কক (অধিনায়ক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্ষকুমার যাদব, ইশান কিষাণ, কায়রন পোলার্ড, সৌরভ তিওয়ারি, ক্রুনাল পান্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, জশপ্রীত বুমরা।

কলকাতা নাইট রাইডার্স: শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গান (অধিনায়ক), দীনেশ কার্তিক, সুনীল নারাইন, লোকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণ।

পরিসংখ্যান: দুই দল এখনও পর্যন্ত ২৮টি ম্যাচ খেলেছে একে অপরের বিরুদ্ধে। ২২ট ম্যাচ জিতেছে মুম্বই। মাত্র ৬টি ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স।