অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন

আইপিএল (IPL 2021) ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) খেলোয়াড় অ্যাডাম জাম্পা (Adam Zampa) ও কেন রিচার্ডসন (Kane Richardson)। ব্যক্তিগত কারণেই আইপিএলের মাঝেই অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সোমবার একথা জানিয়েছে আরসিবি। আরসিবি এক বিবৃতিতে বলেছে, "অ্যাডাম জামপা এবং কেন রিচার্ডসন ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় ফিরছেন এবং আইপিএল ২০২১ এর বাকি অংশে তাঁরা খেলবেন না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যানেজমেন্ট তাঁদের সিদ্ধান্তকে সম্মান করে এবং তাদের সম্পূর্ণ সমর্থন করে।"

জাম্পা ও রিচার্ডসনের আগে দেশে ফেরার সিদ্ধান্ত নেন আর এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু টাই। তিনি রাজস্থান রয়্যালসে খেলছিলেন। জাম্পা এই মরশুমে আরসিবির হয়ে কোনও ম্যাচ খেলেননি। রিচার্ডসন একটি ম্যাচ খেলেন, সেই ম্যাচে একটি উইকেট পান।

তিন ক্রিকেটারের দেশে ফেরার খবরের সত্যতা স্বীকার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও কারণ হিসেবে বলা হয়েছে ভারতে করোনার মারাত্মক পরিস্থিতি।