RCB vs KXIP: আইপিএলে আজ কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান
RCB vs KXIP

আইপিএলে (IPL 2020) আজ শারজায় কিংস ইলেভেন পাঞ্জাবের (KXIP) মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। আজকের ম্যাচে ২ পয়েন্ট অর্জন করতে চাইবেন বিরাট কোহলি। অন্যদিকে, পাঞ্জাব আরসিবি-র বিপক্ষে আগের ম্যাচে জয় পেয়েছে। তাই আজকের ম্যাচে তারা খানিকটা এগিয়ে। যদিও আইপিএলের চলতি মরশুমে পাঞ্জাবের পারফরম্যান্স খুবই খারাপ। এখনও পর্যন্ত মাত্র একটি খেলায় তারা জিতেছে। আজকের ম্যাচে বিরাট কোহলি দলে কোনও পরিবর্তন আনবেন না বলেই মনে হচ্ছে। তবে পাঞ্জাবের হয়ে আজ ব্যাট হাতে দেখা যেতে পারে ক্রিস গেইলকে। বসতে হতে পারে গ্লেন ম্যাক্সওয়েলকে।

গ্লেন ম্যাক্সওয়েল ফিনিশার হিসাবে এখনও পর্যন্ত মরশুমে কোনও ছাপ ফেলতে ব্যর্থ হয়েছেন। তাই তাঁকে আজ বসতে হবে। বোলিং লাইনআপেও কয়েকটি পরিবর্তন করতে পারে পাঞ্জাব। অন্যদিকে গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।

কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, সিমরান সিং, নিকোলাস পুরান, মনদীপ সিং, মুজিব উর রহমান, রবি বিষনই, মহম্মদ শামি, ক্রিস জর্ডন, আর্শদীপ সিং।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ: দেবদূত পাদিক্কাল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, শিবাম দুবে, ইসুর উদানা, ক্রিস মরিস, মহম্মদ সিরাজ, নবদীপ সায়নী, যুজবেন্দ্র চাহাল।

পরিসংখ্যান: দুই দল এর আগে ২৫ বার মুখোমুখি হয়েছে। ১৩ বার জিতেছে আরসিবি। ১২ বার জিতেছে পাঞ্জাব।

পিচ রিপোর্ট: শারজা ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক। বল ব্যাট পর্যন্ত পৌঁছবে। দুই ইনিংসেই প্রচুর রান হওয়ার সম্ভাবনা।