KXIP vs RR Live Streaming

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2020) আজ কিংস ইলেভেন পাঞ্জাবের (Kings XI Punjab) মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। কিংস ইলেভেন পাঞ্জাব টানা পাঁচটি ম্যাচ জিতেছে। প্লে অফে জায়গা করতে দলটি আজও জিততে চাইবে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধ গত ম্যাচে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। তাই আজকের ম্যাচে তারা কেএল রাহুলদের কড়া চ্যালেঞ্জের মুখ ফেলতে পারে।

বেন স্টোকস এবং সঞ্জু স্যামসন সঠিক সময়ে তাঁদের ফর্ম ফিরে পেয়েছেন। তাই রাজস্থান আজকের ম্যাচে পাঞ্জাবক হারাতে ঝাঁপাবে। প্লে অফে যাওয়ার যে সামান্য সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে মরিয়া তারা। আগের সাক্ষ্যাতে রাহুল তেওয়াতিয়া একা পাঞ্জাবকে হারিয় দল বলা চলে। তাই কেএল রাহুল চাইবেন আজকর ম্যাচে তার প্রতিশোধ নিতে। আরও পড়ুন: KXIP vs RR: আইপিএলে আজ কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কখন আছে?

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ ৩০ অক্টোবর, শুক্রবার হবে।

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস খেলা কোথায় হবে?

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস আবুধাবি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে।

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ কখন শুরু হবে?

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়। টস ৭টায়।

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে। বাংলা ধারাভাষ্য সহ খেলা দেখা যাবে জলসা মুভিজ চ্যানেলে।

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।