আইপিএল নিলাম এবার শহরে। (Photo Credits: Facebook)

মুম্বই, ১ অক্টোবর: ২০২০ আইপিএলের নিলাম এবার কলকাতায়। আইপিএলের ইতিহাস এই প্রথমবার শহরে বসতে চলেছে নিলামের আসর। আগামী ২০ ডিসেম্বর কলকাতায় হবে নিলাম। ESPNcricinfo-তে প্রকাশিত খবর অনুযায়ী এবার আইপিএলের নিলাম একেবারে ছোট হতে চলেছে। কারণ ক্রিকেটারদের কেনাবেচার প্রক্রিয়াটা এবারের নিলামে বিশেষ বড় হবে না। ২০২১ আইপিএলের নিলাম যেমন বেশ বড় হতে চলেছে। কারণ সেখানে দল ঢেলে সাজানোর সুযোগ থাকছে।

২০১৮ সালের জানুয়ারিতে শেষবার আইপিএলের নিলামের বড় আসর বসেছিল। সেবার নিলামে পাঁচজন ক্রিকেটারদের ধরে রেখে বাকিদের ছেড়ে দিয়ে নিলাম হয়েছিল। আরও পড়ুন-ঢাকের বাদ্যির মাঝেই শহরে আজ অমিত শাহ, পুজো উদ্বোধন থেকে NRC নিয়ে অবস্থান- স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে সাজো সাজো রব

সেই নিলামের পরই দীনেশ কার্তিক কেকেআর অধিনায়ক হন। এবার আটটি ফ্র্যাঞ্চাইজির জন্য ১৪ নভেম্বর পর্যন্ত ট্রেডিং উইন্ডো-র জন্য খোলা থাকবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার ফ্র্যাঞ্চাইজিগুলিকে অতিরিক্ত আরও তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, কলকাতায় হতে চলা নিলামে দিল্লি ক্যাপিটালস-এর কাছে সবচেয়ে বেশি টাকা খরচ করার আছে। দিল্লি ক্যাপিটালস-এর কাছে আছে ৮.২ কোটি টাকা। তারপর আছে রাজস্থান রয়্যালস (৭.১৫ কোটি টাকা)-র কাছে। কলকাতা নাইট রাইডার্সের কাছে আছে ৬.০৫ কোটি টাকা। নিলামে ক্রিকেটারদের কেনায় সবচেয়ে কম টাকা আছে বিরাট কোহলি-র দল আরসিবি-র (১.৮ কোটি টাকা) কাছে। সান রাইজার্স হায়দ্রাবাদ, কিংস ইলেভন পঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের কাছে থাকবে যথাক্রমে ৫.৩ কোটি টাকা, ৩.৭ কোটি টাকা, ৩.২ কোটি টাকা। এবার নিলামে দিল্লি ও কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে।