IND vs AUS (Photo Credit: BCCI/ Twitter)

আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের পূর্ণাঙ্গ অল-ফরম্যাট সফর শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অফিসিয়াল সূচি অনুযায়ী, ১২ জুলাই থেকে শুরু হবে দুটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে (২০২৩-২৫) ভারতের অভিযান শুরু করবে। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করল ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দল নিয়েই এগিয়ে যাচ্ছে ভারতের দল। তবে এই সিরিজ থেকে আরাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। দলে জায়গা পেয়েছেন বাংলার মুকেশ কুমার। টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে চেতেশ্বর পুজারাকেও। তাঁর পরিবর্তে দলে খেলতে পারেন ঋতুরাজ গায়কওয়াড় অথবা যশস্বী জয়সওয়াল। Sehwag on BCCI Selector Post: প্রধান নির্বাচক পদের জন্য বিসিসিআইয়ের প্রস্তাবের গুজবের পর নীরবতা ভাঙলেন বীরেন্দ্র শেহওয়াগ

টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঋতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কা রাহানে, কেএস ভরত, ইশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন, রবিচন্দ্রন জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নভদীপ সাইনি।

সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারত, যেখানে ভারত ওয়ানডেতে আয়োজকদের ৩-০ ব্যবধানে পরাজিত করেছিল এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল। উল্লেখ্য, ২০১৯ সালের পর ক্যারিবিয়ান মাটিতে দুই দলের মধ্যে প্রথমবার টেস্ট ম্যাচ হবে। ভারতের একদিবসীয় দলে ফিরছেন সঞ্জু স্যামসন এবং ঋতুরাজ গায়কওয়াড়। ভারতের স্পিন জুটি হিসেবে কুল-চা (কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল) কেও একসাথে ফের দলে নেওয়া হয়েছে। একদিবসীয় দলেও নাম রয়েছে মুকেশ কুমারের।

ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, রবি জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।