Team India (Photo Credits: Getty Images)

দক্ষিণ আফ্রিকা সফরের (India vs South Africa Test Series 2022) জন্য় ১৮ সদস্যের ভারতীয় ক্রিকেটারদের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি এই দল বেছে নিয়েছে। ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। চোটের কারণে দলে রাখা হয়নি রবীন্দ্র জাদেজা, শুভমন গিল, অক্সার প্যাটেল ও রাহুল চাহারকে।

ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), আর অশ্বিন , জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ।

স্ট্যান্ডবাই প্লেয়ার: নবদীপ সাইনি, সৌরভ কুমার, দীপক চাহার, আরজান নাগওয়াসওয়ালা।

South Africa vs India, 2021/22 – Test series
S.No. Date Match Venue
1 26th – 30th December 2021 1st Test SuperSport Park, Centurion
2 3rd – 7th January 2022 2nd Test Wanderers, Johannesburg
3 11th – 15th January 2022 3rd Test Newlands, Cape Town