Hardik Pandya Injured taken for Scan (Photo Credit: BCCI/ X)

বিশ্বকাপের শেষের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় দল। গোড়ালির চোট থেকে সেরে উঠতে না পারায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গত মাসে পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে বল করার সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান পান্ডিয়া। ১৯ অক্টোবরের পর আর কোনও ম্যাচ খেলেননি পান্ডিয়া। প্রথমে জানা যায় ভারতের অন্তত লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অর্থাৎ ১২ নভেম্বর নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে তাকে তাড়াহুড়ো করে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা ছিল না। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়ে খেলায় তিনি আর অংশ নেননি এবং স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। লিগামেন্টের চোটের কারণে ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে মাঠের বাইরে থাকতে হয়। এরপর থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবিলিটেশনে রয়েছেন পান্ডিয়া। তার অলরাউন্ড দক্ষতার জন্য, ভারত সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) খেলিয়েছিল, এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে শার্দুল ঠাকুরের (Shardul Thakur) পরিবর্তে মহম্মদ শামিকে (Mohammed Shami) দলে নেয়। Ben Stokes to Undergo Knee Surgery: ওয়ানডে বিশ্বকাপ অভিযানের পর হাঁটুর অস্ত্রোপচার করাবেন বেন স্টোকস

শনিবার টুর্নামেন্টের ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদনের পরে অনভিজ্ঞ ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) দলে জায়গা পেয়েছেন। ভারতের হয়ে মাত্র ১৯টি সাদা বলের ম্যাচ খেলেছেন কৃষ্ণা। শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে ডেভিড ওয়ার্নারকে (David Warner) ফেরান তিনি। বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয় ওভারে ৪৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। অতীতে ৩৩টি আন্তর্জাতিক উইকেট নিয়ে কৃষ্ণা প্রতিশ্রুতির স্বাক্ষর রাখলেও ভারতের পেস আক্রমণে জায়গা পেতে জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ শামি (Mohammed Shami), মহম্মদ সিরাজদের (Mohammed Siraj) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এই ডানহাতি পেসার। আজ ইভেন্ট টেকনিক্যাল কমিটি ভারতের পরিবর্ত খেলোয়াড়কে অনুমোদন করায় বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার জন্য কৃষ্ণাকে পাওয়া যাবে। ভারত ও দক্ষিণ আফ্রিকা বর্তমানে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষ দুই স্থান দখল করে রেখেছে এবং রবিবার কলকাতায় ম্যাচের বিজয়ী দল নিজেকে একপ্রকার নিজেকে ফাইনালের দাবিদার করে টুর্নামেন্টের গ্রুপ পর্ব প্রথম স্থানে শেষ করবে।