করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতের মহিলা দলের ক্রিকেটার হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। হালকা উপসর্গ থাকায় গতকাল কোভিড টেস্ট করান ভারতীয় মহিলা টি ২০ দলের অধিনায়ক। আজ সকালে পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। পাতিয়ালায় নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। ১৭ মার্চ লখনউতে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে হরমনপ্রীত মাঠে নেমেছিলেন। তিনি গত চার দিন ধরে হালকা জ্বরে ভুগছিলেন। সোমবার পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।
ইনজুরির কারণে ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে খেলেননি হরমনপ্রীত। প্রোটিয়াদের বিপক্ষে পঞ্চম ওয়ানডে-তে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন তিনি। তাঁর অনুপস্থিতিতে সহ-অধিনায়ক স্মৃতি মান্ধনা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। আরও পড়ুন: Irfan Pathan : করোনায় আক্রান্ত ইরফান পাঠান
করোনায় আক্রান্ত ইরফান পাঠান (Irfan Pathan)। শরীরে কোভিড (COVID 19) থাবা বসানোর পরপরই নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলেন ইরফান। এরপরই নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে সবাইকে সাবধান করেন ভারতের এই প্রাক্তন ক্রিকেট তারকা। ইরফান জানান, গত কয়েকদিন ধরে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, প্রত্যেকে সাবধানে থাকুন। তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকে যাতে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেন, সেই আবেদনও জানান ইরফান পাঠান।