নির্মলা সীতারমণ(Photo Credits: LST VIDEO GRAB)

আজ কেন্দ্রীয় বাজেট অধিবেশন ২০২১ পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। বাজেট অধিবেশনের শুরুতেই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ভারতের জয়ের প্রশংসা করেছেন। বাজেট পেশের আগে তিনি কিছু সময় ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। গত মাসেই এই সিরিজে ২-১ এ ভারতের জয়লাভে উচ্ছ্বসিত তিনি। অজিঙ্ক রাহানে এবং অন্যান্যদের ভূয়সী প্রসঙ্গ করেন। এত বড় ম্যাচে ছিলেন না কোনও বড় ক্রিকেটার। বিরাট কোহলি প্রথম টেস্টার পরই দেশে ফেরেন। চোট পেয়ে মাঝপথে খেলা ছাড়তে হয়েছে অশ্বিন, জাদেজা, বুমরাহ এবং মহম্মদ শামি।

তবে এরই মধ্যে থেকে উঠে আসে তরুণদের উজ্জ্বল মুখ। ম্যাচের রাশ ধরে রাখেন ঋষভ পান্থ, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর এবং শুভমন গিল। মুখ থুবড়ে পড়া ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই তরুণ ক্রিকেটারেরা। অজিদের কাছে হারতে বসা ম্যাচের হাল ধরে ব্রিসবেনের মাটিতে জয়ের পতাকা ওড়ায় ভারতীয় ক্রিকেটারেরা। এই গৌরবান্বিত দিনটির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের জয়ে গোটা ভারতবাসী আনন্দিত। এই স্মরণীয় দিনটির কথা মনে করা ছাড়া আজ আমার আর বিশেষ কিছু করার নেই। আরও পড়ুন, ৭৫ বছরের বেশি প্রবীণদের আয়করে সম্পূর্ণ ছাড়, দিতে হবে না সুদ;বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

তিনি আরও বলেন, ভারতের এই জয় দেশের কোটি কোটি তরুণকে প্রভাবিত করবে। ভারত অস্ট্রেলিয়ার মাটিতে যেভাবে লড়ে জয়লাভ করেছে, তা তরুণ প্রজন্মকে নিজেদের জীবনে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি প্রভাবিত করবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অংশ টেনে এই জয়ের উচ্ছ্বাসের ব্যাখ্যা করেন।