রাঁচি, ২২ অক্টোবর: India defeated South Africa: প্রোটিয়াদের বিরুদ্ধে এক দুর্দান্ত জয় ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (JSCA International Stadium Complex) মঙ্গলবার টেস্টের চতুর্থ দিন সকালে দ্বিতীয় ওভারের পর দু' বলে ডি ব্রুইন (Theunis de Bruyn) ও লুঙ্গি এনগিডিকে (Lungi Ngidi) মাঠ ছাড়া করলেন শাহবাজ নাদিম (Shahbaz Nadeem)। ইনিংস ও ২০২ রানে রাঁচি টেস্ট জিতে নিল ভারতীয় ক্রিকেট দল। ৩-০ তে হারিয়ে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে টিম ভারত। রোহিত শর্মা (Rohit Sharma) এই টেস্ট সিরিজে দ্বিশত রান করে 'ম্যান অফ দ্য সিরিজ' এর মুকুট জিতে নেন।
তৃতীয়দিনের ম্যাচেই ১৩২ রানে প্রোটিয়াদের (South Africa) ৮ টি উইকেট নিয়ে নিজেদের জেতার সম্ভাবনা পাকা করেছিল টিম বিরাট এন্ড কোম্পানি। চতুর্থদিন সকালে নাদিমের দুটো বলেই আউট হয়ে ঘরে ফিরতে হয় দক্ষিণ আফ্রিকার ডি ব্রুইন ও লুঙ্গি এনগিডিকে। এই প্রথমবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। দেশের মাটিতে দাঁড়িয়ে টানা ১১টি সিরিজ জিতল ভারতীয় ক্রিকেট দল। আরও পড়ুন, রোহিতের শর্মার ডাবল সেঞ্চুরি, সেঞ্চুরি অজিঙ্কা রাহানেরও; রাঁচি টেস্টে বড় রানের পথে ভারত
বিরাট কোহলির অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল ১০ টি টেস্ট ম্যাচের মধ্যে ৭ টিতে জয়লাভ করে। সোমবার মধ্যাহ্নভোজের পরই ১৬২ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৯৭ রান তুলে ভারত ডিক্লেয়ার করে দেয়। ৩৩৫ রানে এগিয়ে থাকা ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টেস্টেও ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয়। মহম্মদ শামি আর উমেশ যাদবের দুরন্ত বলের সামনে থতমত খেয়ে যায় দক্ষিণ আফ্রিকার টিম। শেষ পর্যন্ত চতুর্থ দিন মাঠে নেমেই ঘরে ফিরতে হয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে।