আজ ১৪ ডিসেম্বর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মহিলা দল। পাঁচ ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর, বুধবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। দুই দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে। দ্বিতীয় ম্যাচে ভারত সুপার ওভারের মাধ্যমে চার রানে জয়ী হয়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে এক উইকেটে ১৮৭ রান তোলে অস্ট্রেলিয়া। ৫৪ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন বেথ মুনি (Beth Mooney)। তাহলিয়া ম্যাকগ্রা (Tahlia McGrath) ৫১ বলে ৭০ রান করেন। ভারতের হয়ে একমাত্র উইকেট নেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮৭ রান তোলে ভারত। রিচা ঘোষের (Richa Ghosh) চার রানে ম্যাচটি সুপার ওভারে নিয়ে যায় ভারত। স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ৪৯ বলে ৭৯ রান করেন। সুপার ওভারে এক উইকেটে ২০ রান তুলে ২১ রানের টার্গেট দেয় ভারত। রেনুকা সিংয়ের দুর্দান্ত এক ওভারের বলে অস্ট্রেলিয়াকে এক উইকেটে ১৬ রানে আটকে দেয় ভারত।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
১৪ ডিসেম্বর রবিবার, মুম্বইয়ে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium) অনুষ্ঠিত হবে ভারত ও অস্ট্রেলিয়া মহিলাদের মধ্যে তৃতীয় টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় অনুসারে (IST) সন্ধ্যা ৭ঃ০০-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network) ও ডিডি স্পোর্টসে (Doordarshan Sports)। অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে ।
সরাসরি খেলা দেখুন ডিডি স্পোর্টসে বিনামূল্যে
Match Day! #INDvsAUS
🏏 3rd T20I ⏰ 6:30 PM onwards..
LIVE on DD Sports 📺 (DD Free Dish) pic.twitter.com/OKzrFGPrWY
— Doordarshan Sports (@ddsportschannel) December 14, 2022
সরাসরি খেলা দেখুন স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network) এবং ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে
The forecast is there for another 🌪️ when the Women in 🔵 take on 🇦🇺 in the 3rd Mastercard #INDvAUS Women's T20I!
Who do you think could hit the most 6s for #TeamIndia?#BlueKnowsNoGender | Today, 7 PM | Star Sports & Disney+Hotstar pic.twitter.com/SE4BhEVaNu
— Star Sports (@StarSportsIndia) December 14, 2022