মুম্বই টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৭৫ রান তাড়া করতে নেমে স্মৃতি মন্ধনার ৬১ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে ১৮.৪ ওভারেই ২ উইকেটে ৭৫ রান তুলে নেয় আয়োজকরা। ভারতের প্রথম ইনিংসের ৪০৬ রানের জবাবে ২৬১ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে অজিরা। তাহলিয়া ম্যাকগ্রার ৭৩ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আশা জাগালেও স্নেহ রানার ৬৩ রানে ৪ উইকেটে দৌলতে তা সত্যিই প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে ভারতের হয়ে আরও দুটি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় ও হরমনপ্রীত কউর। টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে প্রি-লাঞ্চ সেশনে ৩৭ বলে ৩৩ রান করে আউট হন ওপেনার বেথ মুনি (Beth Mooney)। তাঁর ওপেনিং পার্টনার ফিবি লিচফিল্ডও (Phoebe Litchfield) ৪৪ বলে ১৮ রান করে আউট হন। এদিকে, ৯১ বলে ৪৫ রান করে হাফসেঞ্চুরি থেকে বঞ্চিত হন এলিস পেরি (Elysse Perry)। স্নেহ রানার (Sneh Rana) বলে তিনি আউট হন। পেরি ও তাহলিয়ার ৮৪ রানের জুটিও শেষ হয়ে যায়। Wrestlers Protest: সাক্ষী মালিকদের ঘুরিয়ে আক্রমণ ব্রিজ ভূষণ ঘনিষ্ঠ কুস্তি প্রধান সঞ্জয় সিংহের
ভারতের প্রথম ইনিংসের ৪০৬ রানে দীপ্তি শর্মা (Deepti Sharma) ও পূজা বস্ত্রাকারের (Pooja Vastrakar) অপরাজিত ৭০ ও ৩৩ রান উল্লেখ্যযোগ্য। সেখানে, স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), জেমিমা রডরিগেজ (Jemimah Rodrigue) ও রিচা ঘোষরা (Richa Ghosh) অস্ট্রেলিয়ান বোলারদের ওপর দাপট দেখিয়েছে। জেমিমা রডরিগেজ ও রিচা ঘোষের ১১৩ রানের জুটি আসে। প্রথম ইনিংসে শেফালি ৪৯ বলে ৪০ রান করে বিদায় নিলে মন্ধানা ৪৩ ও স্নেহ রানা (Sneh Rana) ৪ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে তাহলিয়া ম্যাকগ্রার (Tahlia McGrath) একমাত্র অর্ধশতক আসে। যার ফলে অস্ট্রেলিয়া ৭৭.৪ ওভারে ২১৯ রান তোলে। এছাড়া বেথ মুনির (Beth Mooney) ৪০ ও অ্যালিসা হিলির (Alyssa Healy) ৩৮ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভারতের হয়ে পূজা বস্ত্রাকর (Pooja Vastrakar) ৪টি, স্নেহ রানা ৩টি ও দীপ্তি শর্মা (Deepti Sharma) ২টি উইকেট নেন।
দেখুন স্কোরকার্ড
Vice-Captain Smriti Mandhana hit the winning runs as #TeamIndia register a 8⃣-wicket win over Australia in Mumbai 👏👏
Scorecard ▶️ https://t.co/7o69J2XRwi#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/FiJorgZUMs
— BCCI Women (@BCCIWomen) December 24, 2023