আজ ২ ফেব্রুয়ারি ইস্ট লন্ডনের বাফেলো পার্কে (Buffalo Park, East London) মহিলাদের টি-২০ ত্রিদেশীয় সিরিজ (Tri Series Final)-এর ফাইনালে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে একটি ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি খেলায় আধিপত্য বিস্তার করে এবং সিরিজের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭ রানের জয় লাভ করে। প্রথমে ব্যাট করতে নেমে ১৪৭ রান এবং পরে দীপ্তি শর্মা (Deepti Sharma) তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২০ ওভারে মাত্র ১২০ রানে সীমাবদ্ধ করে। ভারত তাদের শেষ গ্রুপ-পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে পরাজিত করেছে এবং ফাইনালেও জয়ের জন্য স্পষ্ট ফেভারিট।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ত্রিদেশীয় সিরিজ ফাইনাল ম্যাচ?
২ ফেব্রুয়ারি ইস্ট লন্ডনের বাফেলো পার্কে (Buffalo Park, East London) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ত্রিদেশীয় সিরিজ ফাইনাল ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ত্রিদেশীয় সিরিজ ফাইনাল ম্যাচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ত্রিদেশীয় সিরিজ ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০-টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)।
INDIA! INDIA!
When they are clad in blue⚔️, our hearts swell with pride!🥳The #WomenInBlue are set to conquer the #WomensT20ITriSeries. Watch them LIVE!⚡#SAvIND | Tune-in🏏to the Final | Tonight | 6:30 PM | only on Star Sports & Disney+Hotstar! #BlueKnowsNoGender #HerStory pic.twitter.com/EeH376rkw4
— Star Sports (@StarSportsIndia) February 2, 2023