India vs West Indies। ( (Photo Credits: Getty Images)

ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত (India vs West Indies 2nd ODI)। সিরিজের প্রথম ম্যাচেই ক্যারিবিয়ানদের দুরমুশ করেছেন রোহিত শর্মারা। তাই আজকের ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে চাইবেন রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে (Narendra Modi Cricket Stadium) হবে আজকের ম্যাচটি। অন্যদিকে, সিরিজে সমতা ফেরানোর জন্য আজ ঝাঁপাবে ওয়েস্ট ইন্ডিজ।

বুধবার দ্বিতীয় ওয়ানডে-তে দলে ফিরছেন লোকেশ রাহুল। বোনের বিয়ের জন্য এই ওয়ানডে সিরিজে খেলতে চাননি রাহুল। কিন্তু শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়েড়ের করোনা, অপর ওপেনার মায়াঙ্ক আগরওয়াল কোয়ারেন্টিনে থাকায় কেএল রাহুলকে ডেকে পাঠানো হয়। প্রথম ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পাঠানো হয় ইশান কিষাণকে। সেই ম্যাচে ইশান ৩৬ বলে ২৮ রান করেছিলেন। ইশানের পরিবর্তে রোহিতের সঙ্গে ওপেন করতে পারবেন রাহুল। যে রাহুল দক্ষিণ আফ্রিকায় রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআই ম্যাচটি কখন আছে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআই ম্যাচ ৯ ফেব্রুয়ারি, বুধবার খেলা হবে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআই ম্যাচ ম্যাচ কোথায় হবে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআই ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআই ম্যাচ কখন শুরু হবে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টায়।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআই ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআই ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Telugu, and Star Sports 1 Kannada চ্যানেলে দেখা যাবে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআই ম্যাচ লাইভ স্ট্রিমিং কী ভাবে দেখবেন?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar অ্যাপ ও ওয়েবসাইটে।