India vs Sri Lanka: মাথায় আঘাত, হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারতের ব্যাটার ইশান কিষাণকে
Ishan Kishan (Photo: Twitter)

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি-তে মাথায় আঘাত পেয়েছেন ভারতের ব্যাটার ইশান কিষাণ (Ishan Kishan)। তাঁকে হিমাচল প্রদেশের কাংড়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ইশান ছাড়াও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় বুড়ো আঙুলে চোট পান শ্রীলঙ্কার ব্যাটার দীনেশ চান্দিমাল। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, "আমি ভারতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছি। একজন ভারতীয় খেলোয়াড়ের মাথায় আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে আনা হয়েছে। সিটি স্ক্যান করা হয়েছে এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।"

শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি-তে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে সিরিজ পকেটে পুরেছেন রোহিত শর্মারা। শ্রেয়স আইয়ার অর্ধশত রান করেন। রবীন্দ্র জাদেজা ১৮ বলে মারকাটারি ৪৫ রান করেন। ধরমশালায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নিশাকার ৭৫ ও অধিনায়ক সনকার ১৯ বলে ৪৭ রানের জেরে ১৮৩ রান তোলে লঙ্কা বাহিনী। আরও পড়ুন: Christian Eriksen: মাঠেই বন্ধ হয়েছিল হৃদযন্ত্র! আট মাস পর পেশাদার ফুটবলে ফিরলেন ক্রিশ্চিয়ান এরিকসন

বড় রান তাড়া করতে নেমে এদিন প্রথমেই হোচট খায় ভারত। প্রথম ওভারেই রোহিত শর্মা আউট হয়ে যান। এদিন রান পাননি আগের ম‍্যাচের নায়ক ইশান কিষান। তবে এদিনও জ্বলে ওঠেন শ্রেয়স আইয়ার (৪৪ বলে ৭৪)। তাকে যোগ‍্য সঙ্গ দেন সঞ্জু স‍্যামসন (২৫ বলে ৩৯) ও রবীন্দ্র জাদেজা(১৮ বলে ৪৫)। ১৭ বল বাকি থাকতেই দ্বিতীয় ম‍্যাচ জিতে যায় ভারত।