বিশাখাপত্তনম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০৩ রানের দারুণ জয় পেল ভারত (Team India)। মহম্মদ শামি (Mohammed Shami )-র দুরন্ত স্পেল শেষ দিনের ম্য়াচে যাবতীয় ফারাক গড়ে দিল। শামি ৩৫ রান দিয়ে নিলেন পাঁচ উইকেট। শামি যে পাঁচটা উইকেট নিলেন তার মধ্যে চারটেতেই ব্যাটসম্যান পুরো বোল্ড। আজ শেষ দিনের পিচে স্পিনারদের মঞ্চে মহানায়ক হয়ে গেলন শামি। প্রথম ইনিংসে কোনও উইকেট না পাওয়ায় সমালোচনার মোক্ষম জবাব দিয়ে নিলেন আজ প্রোটিয়া ইনিংসের পাঁচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা অল আউট হল ১৯১ রানে।
৭০ রানে ৮ উইকেট থেকে প্রোটিয়া টেলেন্ডাররা মরণকামড় দেন। হাফ সেঞ্চুরিও করেন দানে পিডেট (৫৬)। শামির পাশাপাশি ভাল বরেন রবীন্দ্র জাদেজা। জাদেজা দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে ৪ উইটে নেন। অশ্বিন নেন একটি উইকেট।
শেষ অবধি শামি নবম উইকেটে পিডেট-মুথুস্বামীর ৯১ রানের লড়াকু পার্টনারশিপ ভাঙেন। তারপর একদম শেষে রাবাদা (১৯)-কে আউট করে দলকে জিতিয়ে আনেন। আজ শামি, জাদেজার দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ফাফ দু প্লেসি (Faf du Plessis) -র দলকে ২০৩ রানের ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল বিরাট কোহলি (Virat Kohli)-র দল। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনটে ম্যাচ খেলে তিনটেই জিতল টিম । ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ টেস্ট সিরিজ জয়ের পর, বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় অনেকটা এগিয়ে গেলেন কোহলিরা। আরও পড়ুন-মুত্তিয়া মুরলীধরনের রেকর্ড ছুঁয়ে দ্রুততম ৩৫০ উইকেটের মাইলস্টোন রবীচন্দ্রন অশ্বিনের
রবিবার টেস্টের পঞ্চম তথা শেষ দিনে দক্ষিণ আফ্রিকার স্পোশালিস্ট ব্য়াটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করলেন। যদিও শেষ দিকে ভারতের জয়ের প্রতীক্ষা বাড়িয়ে দেন দক্ষিণ আফ্রিকার টেলেন্ডাররা।
শেষ দিনের খেলা শুরুর আগে মনে করা হয়েছিল তৃতীয় দিনের মত একটা মরিয়া চেষ্টা চালাবেন ডি কক, দুপ্লেসিরা। প্রথম ইনিংসে ৬৩ রানে ৪ উইকেট হারানো অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা ৪৩১ তুলেছিল। তবে দ্বিতীয় ইনিংসে তেমন কিছুই হল না। বরং ভারতের মাটিতে পঞ্চম দিনে ব্যাট করতে নামা বিদেশী দলগুলোর একেবারে বিপর্যস্ত হওয়ার যে রেকর্ডটা আছে, সেটাই যেন মেনে চললেন প্রোটিয়া ব্যাটসম্যানরা।
বাভুমা (০) থেকে দুপ্লেসি (১৩), কুইন্টন ডি কক (০)-রা ব্যর্থ হলেন। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেটই শামি নেন। আগুন ঝরানো স্পেলে শামি বোল্ড করেন বাভুমা, দুপ্লেসি, ডি-কককে।
১১ রানে ১ উইকেট থেকে শেষ দিনের কঠিন পিচে ব্যাট করতে নেমে প্রোটিয়া ব্যাটসম্যানরা যেন চোখে সর্ষে ফুল দেখলেন। মহম্মদ শামির বলের তো কোন দিশাই পাচ্ছিলেন প্রোটিয়া ব্যাটসম্য়ানরা । সিরিজের দ্বিতীয় টেস্টে পুণেতে, আগামী বৃহস্পতিবার থেকে।