Team India (Twitter/BCCI)

এশিয়া কাপে (Asia Cup 2022) নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ভারত। বুধবার টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে হংকং-র মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (India vs Hong Kong)। হংকংয়ের বিরুদ্ধে জয় পেলেই ভারত গ্রুপ এ-তে শীর্ষে চলে যাবে এবং টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বে জায়গা নিশ্চিত করবে। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ম্যাচটি ভারতের জন্য বড় ইতিবাচক ছিল। অল্প হলেও রানে ফিরেছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

ভারতের ওপেনাররা অবশ্য নতুন বলে নিজেদের সেরাটা দিতে পারেননি। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে ওপেনিং জুটির আবারও পরীক্ষা করা হবে। ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া ভাগাভাগি করে পাকিস্তানের বিরুদ্ধে নয় উইকেট নিয়েছিলেন। তাই ভারতের বোলিং বিভাগ চাপে রাখবে হংকংকে। আজকের ম্যাচে খেলানো হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে। বাকি দল অপরিবর্তিতই থাকতে পারে। আরও পড়ুন: India vs Pakistan Asia Cup: ভারত-পাকিস্তান ম্যাচে মাঠ ছাড়তে গিয়ে কেঁদে ভাসালেন পাক ক্রিকেটার নাসিম শা, দেখুন ভিডিয়ো

এশিয়া কাপে ভারত বনাম হংকং ম্যাচ কবে, কখন আয়োজিত হবে?

ভারত বনাম হংকং ম্যাচ আজ বুধবার ২১ অগাস্ট দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।

কখন থেকে শুরু হবে ম্যাচ?

ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ম্যাচ। টস হবে ৭টায়।

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ইংরেজি, হিন্দি সহ নানা ভাষার কমেন্ট্রিতে এশিয়া কাপের সব খেলা সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস ৩ এসডি ও এইচডি, স্টার সিলেক্ট এইচডি-র মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা। ডিডি স্পোর্টসেও সরাসরি দেখা যাবে খেলা।

অনলাইনে খেলা কীভাবে দেখা যাবে?

ডিজনি প্লাস হটস্টার-ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।

রেডিও-তে সরাসরি ধারাবিবরণী শোনা যাবে কী?

হ্যাঁ, রেডিওতে সরাসরি শুনতে পাবেন এই ম্যাচ। অল ইন্ডিয়া রেডিও-তে সরাসরি ইংরেজি ও হিন্দিতে ধারাবিবরণী করা হবে এই ম্যাচের।