Team India (Photo Credits: Twitter)

আজ টি ২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে মুখামুখি হবে ভারত ও ইংল্যান্ড (India vs England 5th T20)। মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে কোহলি বাহিনী। আজকের ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মোট ৩৬১ রান হয়। সূর্যকুমার যাদব দলে ফিরেই দারুন পারফরম্যান্স তুলে ধরেন। বোলিং বিভাগে রাহুল চাহারও দুটি উইকেট নিয়ে নির্বাচকদের সঠিক প্রমাণ করেছিলেন।

আজ দলে একটি বা দুটি পরিবর্তন করলেও করতে পারেন কোহলি। কেএল রাহুলের জায়গায় ফের খেলতে দেখা যেতে পারে ইশান কিষাণকে। রাহুল এই সিরিজে পুরোপুরি ব্যর্থ বলা যায়। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান ফর্মের ভিত্তিতে সেরা ১১ খেলাতে হবে বিরাটকে। শনিবার খেলা শুরুর আগে কোনও খেলোয়াড় আহত না হলে ইংল্যান্ডও সেরা এগারো ধরে রাখতে পারে।

ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচ কোথায় খেলা হবে?

ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচ মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে।

ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচ কখন শুরু হবে?

শনিবার, ২০ মার্চ ভারত চতুর্থ ইংল্যান্ড চতুর্থ টেস্ট ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে শুরু হবে।

ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচের সরাসরি কভারেজ কোথায় এবং কীভাবে দেখবেন?

ভারত বনাম চতুর্থ টি-২০ ম্যাচ Star Sports network-র Star Sports 1 HD/SD, Star Sports 2 HD/SD সহ বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও ডিডি স্পোর্টস চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচ।

ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচের অনলাইন লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে?

ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Hotstar Disney ও Jio Tv তে।