India vs England 2nd ODI Live Streaming: কোথায়, কখন দেখবেন ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের সরাসরি সম্প্রচার
India vs England (Photo Credits: Twitter)

আজ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে (India vs England 2nd ODI) ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে বিরাট কোহলিরা। আজকের ম্যাচ জিতলেই ওডিআই সিরিজও পকেটে ঢুকবে টিম ইন্ডিয়ার। ইতিমধ্যেই চোট পেয়ে ইতিমধ্যেই সিরিজ থেকে ছিটকে গেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর বদলে আজ মাঠে নামতে পারেন সূর্যকুমার যাদব। অন্যদিকে বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গানও। আঙুলে চোট পেয়েছেন তিনি। তাঁর বদলে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। মর্গানের পরিবর্তে ইংল্যান্ড দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডেভিড মালান। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ঘাড়ে চোট পেয়েছিলেন স্যাম বিলিংস। আজ তিনিও খেলবেন না বলে জানানো হয়েছে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব / যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রায়, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, বেন স্টোকস, জস বাটলার, স্যাম কুরান, মইন আলি, টম কুরান, আদিল রশিদ, মার্ক উড।

ভারত-ইংল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচ কবে রয়েছে?

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ২৬ মার্চ, ২০২১ শুক্রবার।

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ কখন শুরু হবে?

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে। টস হবে দুপুর ১টায়।

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।

ম্যাচের সরাসরি কভারেজ কোথায় এবং কীভাবে দেখবেন?

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ Star Sports network-র Star Sports 1 HD/SD, Star Sports 2 HD/SD সহ বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও ডিডি স্পোর্টস চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচ।

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের অনলাইন লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে?

ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Hotstar Disney ও Jio Tv তে।