Shakib-Al-Hasan-and-KL-Rahul (Photo credit: Twitter) @BCBTigers

দীর্ঘ ৭ বছর বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। সফরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ দল। এবার শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ (India vs Bangladesh Test 2022)। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium) চতুর্থ দিনের শেষে ৫১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ২৭২ রান করে বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান জাকির হাসান (Zakir Hasan) ২২৪ বলে ১০০ রান করেন (১৩টি চার ও একটি ছক্কা)। এদিকে জাকিরের ওপেনিং সঙ্গী নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) ১৫৬ বলে ৭টি চারের সাহায্যে ৬৭ রান করেন। সাকিব হাসান ৪০ ও মেহেদী হাসান ৯ রানে অপরাজিত আছেন। অক্ষর প্যাটেল ভালো ফর্মে ছিলেন এবং বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন, অন্যদিকে, উমেশ যাদব, অশ্বিন ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন। এখন পঞ্চম দিনের থ্রিলারে বাংলাদেশের দরকার ৯০ ওভারে ২৪১ রান।

 কোথায় আয়োজিত হবে ভারতের বাংলাদেশ সফরের প্রথম টেস্ট  ম্যাচ? 

১৮ ডিসেম্বর সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, (Zahur Ahmed Chowdhury Stadium), চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচের পঞ্চম দিনে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ ।

কখন থেকে শুরু হবে ভারত (India) বনাম বাংলাদেশ (Bangladesh) ম্যাচ?

ভারতীয় সময় সকাল ৯টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে সোনি- এর স্পোর্টস চ্যানেলে (Sony Sports Network)।  সোনি-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে সোনি- লিভ অ্যাপে (Sony-Liv App) চলে যান।