Shakib-Al-Hasan-and-KL-Rahul (Photo credit: Twitter) @BCBTigers

দীর্ঘ ৭ বছর বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। সফরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ দল। এবার শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ (India vs Bangladesh Test 2022)। তৃতীয় দিনের শেষ পর্যন্ত ৪২ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের ওপেনাররা। ৫১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭১ রানে পিছিয়ে বাংলাদেশ আজ। আজকে দিনের শুরুতে বাংলাদেশের শেষ দু'টি উইকেট তুলে নিয়ে ভারত ২৫৪ রানের লিড পায়। এবাদত হোসেনকে (Ebadot Hossain) আউট করে ২২ মাসের মধ্যে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করল কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এরপর অক্ষর প্যাটেলের (Axar Patel) দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ভারত তৃতীয় দিনের প্রায় পুরোটাই আধিপত্য বিস্তার করে, যেখানে দুটি সেঞ্চুরির সাক্ষী ছিল।শুভমন গিলের(Shubman Gill) শতরান এবং চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) দ্রুততম শতরানের সুবাদে ভারত তৃতীয় দিনের শেষে ২ উইকেটে ২৫৮ রানে ইনিংস ঘোষণা করে, বাংলাদেশের সামনে ৫১৩ রানের বিশাল লক্ষ্য তুলে ধরে।

 কোথায় আয়োজিত হবে ভারতের বাংলাদেশ সফরের প্রথম টেস্ট  ম্যাচ? 

১৭ ডিসেম্বর সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, (Zahur Ahmed Chowdhury Stadium), চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ ।

কখন থেকে শুরু হবে ভারত (India) বনাম বাংলাদেশ (Bangladesh) ম্যাচ?

ভারতীয় সময় সকাল ৯টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে সোনি- এর স্পোর্টস চ্যানেলে (Sony Sports Network)।  সোনি-এর স্পোর্টস চ্যানেলে  হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে সোনি- লিভ অ্যাপে (Sony-Liv App) চলে যান।