দীর্ঘ ৭ বছর বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। সফরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ দল। এবার শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ (India vs Bangladesh Test 2022)। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ভারত শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শুভমান গিল (Shubman Gill) ২০ রানে এবং লোকেশ রাহুল (KL Rahul) ২২ রানে ক্লিন বোল্ড হওয়ার কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে যান। বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ১ রান করে বিরাট কোহলিকে (Virat Kohli) ফাঁদে ফেলেন। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) সঙ্গে জুটি বেঁধে পঞ্চম রানের পার্টনারশিপ গড়ে ১৪৯ রান করেন।চেতেশ্বর পূজারা ৯০ রানে আউট হওয়ার পর শ্রেয়স আইয়ারের নজর সেঞ্চুরির দিকে।
কবে, কোথায় আয়োজিত হবে ভারতের বাংলাদেশ সফরের প্রথম টেস্ট ম্যাচ?
When, Where, and How to Watch India vs Bangladesh Match Live?
কাল, বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, (Zahur Ahmed Chowdhury Stadium), চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ ।
কখন থেকে শুরু হবে ভারত (India) বনাম বাংলাদেশ (Bangladesh) ম্যাচ?
ভারতীয় সময় সকাল ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে সোনি- এর স্পোর্টস চ্যানেলে (Sony Sports Network)। সোনি- এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে সোনি- লিভ অ্যাপে (Sony-Liv App) চলে যান।
#TeamIndia 𝐫𝐞𝐭𝐮𝐫𝐧𝐬 𝐢𝐧 𝐰𝐡𝐢𝐭𝐞𝐬 𝐭𝐨𝐝𝐚𝐲 🕘
Can hosts 🇧🇩 strike first again, or will 🇮🇳 start by dominating this format? 💪
Watch the intriguing #BANvIND 1st Test 🏏, LIVE on #SonyLIV 📺📲#INDvsBAN pic.twitter.com/eHY6GuEuyp
— Sony LIV (@SonyLIV) December 14, 2022