আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট (India vs Australia 3rd Test)। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। প্রথম টেস্টে জিতলেও দ্বিতীয় টেস্টে ভারতের কাছে হারতে হয়েছে অজিদের। ম্যাচ জিতলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। হারলে সিরিজ ড্র করার জন্য অবশিষ্ট একটি টেস্টই পাবে অজিঙ্ক রাহানে শিবির। চোটের কারণে উভয় দলই প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে হাতে চোট পেয়ে গোটা বর্ডার-গাভাসকর ট্রফি থেকেই ছিটকে যান মহম্মদ শামি। দ্বিতীয় তথা মেলবোর্ন টেস্টে পায়ে চোট পান টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার উমেশ যাদব। তিনিও সিরিজের মাঝপথে দেশে ফিরেছেন।
গতকাল সিডনি টেস্ট শুরুর মুখে ব্যাটসম্যান কেএল রাহুলের চোট ভারতীয় দলের কাছে বড় ধাক্কা বলা চলে। তিন সপ্তাহের আগে তিনি বাইশ গজে ফিরতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এদের অভাব পূরণ করার মতো ক্রিকেটার ভারতীয় ক্রিকেট দলে মজুত রয়েছে। ইতিমধ্যেই পরিবর্ত হিসেবে দলে যোগ দিয়েছেন টি নটরাজন। আগামীকাল অভিষেক হবে নবদীপ সাইনির।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট কোথায় খেলা হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ কখন শুরু হবে?
বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ভারতীয় সময় সকাল ৫টায় থেকে শুরু হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের সরাসরি কভারেজ কোথায় এবং কীভাবে দেখবেন?
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টটি Sony SIX, Sony TEN 1 and Sony TEN 3-তে সরাসরি সম্প্রচারিত হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় প্রথম টেস্ট অনলাইন লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে?
লাইভ স্ট্রিমিং দেখা যাবে SonyLiv, Airtel TV ও Jio TV-তে।