ভারতীয় বোলারদর দাপটে দ্বিতীয় টেস্টের (India vs Australia 2nd Test 2020) প্রথম ইনিংসে মাত্র ১৯৫ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল জসপ্রীত বুমরা এবং আর অশ্বিন। বুমরা নিলেন ৪ উইকেট। অন্যদিকে, অশ্বিনের ঝুলিতে ৩ শিকার। অভিষেক টেস্টেই ২ উইকেট নিয়ে নজরে পড়লেন মহম্মদ সিরাজ। আজ সকালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে দিনটা বোধহয় টম পেইনের নয়, বুমরার। তাই তো ২২ গজে দৌড় শুরু হতে না হতেই শূন্য রানে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার জো বার্ন্স। ব্যাট করতে নেমেই বিপর্যয়ের সামনে পড়ে অজিরা। খাতা খোলার আগেই আউট হয়ে যান তিনে নামা স্টিভ স্মিথও। পঞ্চম ওভারেই জো বার্নসকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ভিত নড়িয়ে দেন বুমরা।
এদিনের ম্যাচে অধিনায়ক রাহানের ভূমিকা নজর কেড়ে নেয়। অজিদের প্রথমউইকেট পড়ার পর আর এক ওপেনার ম্যাথু ওয়েড একেবারে তেড়ে ব্যাটিং করছিলেন। পার্টনারশিপ গড়তে তিনি পাশে পেয়ে যান মার্নাশ লাবুশানেকে। উমেশ যাদবের বলে মারাকাটারি কয়েকটা শট খেলেন ম্যাথু ওয়েড। তখনই সিদ্ধান্ত নিতে দেরি করেননি রাহানে। তিনি নতুন বল ধরিয়ে পরের ওভারে বল করতে পাঠান সিরিজের সবথেকে সফল বোলার রবিচন্দ্রন অশ্বিনকে। বক্সিং ডে-তে ঘরের মাঠে নতুন কিছু করার আশায় ততক্ষণে ঝুলিতে ৩০ রান পুরে ফেলেছেন ম্যাথু ওয়েড। তবে শেষরক্ষা হল না। অশ্বিন প্রথমেই প্যাভিলিয়নে ফেরত পাঠালেন ম্যাথু ওয়েডকে। এরপর লাঞ্চের আগে তাঁর জন্যই শূন্য রানে ফিরতে হয় স্টিভ স্মিথকে। আরও পড়ুন: SC East Bengal vs Chennaiyin FC: আইএসএলে আজ এসসি ইস্টবেঙ্গল বনাম চেন্নাইন এফসি; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
বক্সিং ডে টেস্টের প্রথম দিনের লাঞ্চের সময়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৩ উইকেটে ৬৫। ক্রিজে ছিলেন মার্নাস ল্যাবুশানে ও ট্রাভিস হেড। ৮৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে টানছিলেন তাঁরা। ব্যক্তিগত ৩৮ রানে হেডকে আউট করে ভারতকে ম্যাচে ফেরান বুমরা। এরপর ৪৮ রানে ল্যাবুশানের উইকেট নেন সিরাজ। এরপর সিরাজেরে বলে ক্যামেরুন গ্রিন ১২ রানে মাঠ ছাড়েন। অষ্ট্রেলিয়ার অধিনায়ক পেইনও বেশিক্ষণ ক্রিজে টিকতে ব্যর্থ হন। মাত্র ১৩ রান করে অশ্বিনের বলে বিহারীর হাতে ক্যাচ দেন তিনি।