Shreyas Iyer & Jasprit Bumrah (Photo Credit: Twitter)

গত বছরের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থ আশানুরূপ গতিতে সুস্থ হয়ে উঠছেন। যা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বিসিসিআই এবং মেডিক্যাল স্টাফদের অবাক করেছে। ESPNCricinfo-এর একটি রিপোর্টে বলা হয়েছে যে বিসিসিআই পন্থের রিহ্যাব দ্রুত করার চেষ্টা করছে যাতে তিনি চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারেন। উল্লেখ্য, ২৫ বছরের পন্থ বুধবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি কোনও রকম সমর্থন ছাড়াই সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। রিপোর্টে আরও বলা হয়েছে, অ্যাকোয়া থেরাপি, লাইট সুইমিং এবং টেবিল টেনিসের সেশনে ভরপুর পন্থের রিহ্যাব।

এদিকে, রিপোর্টে আরও বলা হয়েছে, ৩১ অগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের জন্য জসপ্রীত বুমরাহ ও শ্রেয়স আইয়ারকে পাওয়া নিয়ে আশাবাদী এনসিএ-র মেডিক্যাল কর্মীরা। পিঠে বারবার চোট পাওয়া বুমরাহ গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির পর মাঠের বাইরে ছিলেন। মার্চে নিউজিল্যান্ডে তার অস্ত্রোপচার হয়। অন্যদিকে, পিঠের নিচের অংশে বুলজিং ডিস্কের সমস্যায় জর্জরিত শ্রেয়সকে মার্চে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের মাঝপথেই সরিয়ে নিতে হয়েছিল। গত মে মাসে লন্ডনে অস্ত্রোপচারের পর এখন ফিজিওথেরাপি নিচ্ছেন তিনি।