আজ ১০ মার্চ, শুক্রবার লেজেন্ডস লিগ ক্রিকেট (Legends League Cricket) ২০২৩-এর ১ নম্বর ম্যাচে মুখোমুখি হবে ভারত মহারাজা ও এশিয়া লায়ন্স। কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ((West End Park International Cricket Stadium) এই প্রতিযোগিতার আয়োজক। ইন্ডিয়া মহারাজাদের অধিনায়কত্ব করবেন গৌতম গম্ভীর। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তিনি। অন্যদিকে, এশিয়া লায়ন্সের অধিনায়কত্ব করবেন শাহীদ আফ্রিদি। সম্প্রতি পিএসএল ২০২৩-এর আগে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলেছেন আফ্রিদি।
ইন্ডিয়া মহারাজা- গৌতম গম্ভীর (অধিনায়ক), মহম্মদ কাইফ, মুরলী বিজয়, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মনবিন্দর বিসলা, রবিন উথাপ্পা, অশোক দিন্দা, হরভজন সিং, যোগিন্দর শর্মা, পরবিন্দর আওয়ানা, প্রজ্ঞান ওঝা, প্রবীণ কুমার, প্রবীণ তাম্বে, এস শ্রীসন্থ, স্টুয়ার্ট বিনি
এশিয়া লায়ন্স- শাহীদ আফ্রিদি (অধিনায়ক), মুথাইয়া মুরলীধরন, আসগর আফগান, মিসবাহ-উল-হক, রাজিন সালেহ, আব্দুল রাজ্জাক, পারস খাদকা, থিসারা পেরেরা, তিলকরত্নে দিলশান, উপুল থারাঙ্গা, আব্দুর রাজ্জাক, দিলহারা ফার্নান্দো, শোয়েব আখতার, মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর ও মোহাম্মদ আমির
It’s Match Day 1! Pride and Royalty have come face-to-face to kick off this season!
🦁 x 👑
Who will reign supreme in this season’s opener? Find out tonight 10th March at 8 PM IST! ⏰@VisitQatar#LegendsLeagueCricket #LLCMasters #LLCT20 #YahanSabBossHain pic.twitter.com/IupMSLKRHn
— Legends League Cricket (@llct20) March 10, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইন্ডিয়া মহারাজা বনাম এশিয়া লায়ন্স, লেজেন্ডস লিগ ক্রিকেট ম্যাচ?
১০ মার্চ কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ((West End Park International Cricket Stadium) ইন্ডিয়া মহারাজা বনাম এশিয়া লায়ন্স, লেজেন্ডস লিগ ক্রিকেট ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে ইন্ডিয়া মহারাজা বনাম এশিয়া লায়ন্স, লেজেন্ডস লিগ ক্রিকেট ম্যাচ?
ইন্ডিয়া মহারাজা বনাম এশিয়া লায়ন্স, লেজেন্ডস লিগ ক্রিকেট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়
কোথায় দেখবেন ইন্ডিয়া মহারাজা বনাম এশিয়া লায়ন্স, লেজেন্ডস লিগ ক্রিকেট-এর সরাসরি সম্প্রচার?
ইন্ডিয়া মহারাজা বনাম এশিয়া লায়ন্স, লেজেন্ডস লিগ ক্রিকেট ভারতের স্টার স্পোর্টস (Star Sports) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
কোথায় দেখবেন ন্ডিয়া মহারাজা বনাম এশিয়া লায়ন্স, লেজেন্ডস লিগ ক্রিকেটের লাইভ স্ট্রিমিং?
ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে পুন্ডিয়া মহারাজা বনাম এশিয়া লায়ন্স, লেজেন্ডস লিগ ক্রিকেটের লাইভ স্ট্রিমিং। এছাড়াও FanCode অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে।