Photo Creits: BCCI

আমেদবাদ: শুভমান গিলের অসামান্য ১২৬ রানের উপর ভর করে ২০ ওভারে ২৩৪ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত।

তার জবাবে আমেদবাদে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। শুরু থেকেই আসা-যাওয়ার পালা চলছিল কিউই শিবিরে। এর ফলে মাত্র ৯ ওভারে ৫৮ ওভারে আট উইকেট পড়ে যায় তাদের। এরপর আর মাত্র ৮ রান যোগ করে ১২ ওভার ১ বলের মধ্যে বাকি দুটি উইকেট খুইয়ে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৬৬-তে।

এর আগের ম্যাচে ঘরে মাঠে চলা তিনটি টি২০ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। আজ প্রথম থেকে শেষ পর্যন্ত যেন তারই প্রতিশোধ সুদে-আসলে নিল তারা। প্রথম ইনিংসে শুভমান গিলের দুর্দান্ত ১২৬-এর ইনিংস। তার দ্বিতীয় ইনিংসে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ৪ উইকেট আমেদাবাদে ভারতকে ১৬৮ রানের সুবিশাল জয় এনে দিল। টি ২০ ফরম্যাটের ক্রিকেটে এর আগে এত রানে জিততে পারেনি কোনও ভারতীয় দলই। আজ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টিম সেই রেকর্ড তৈরি করে নিউজিল্যান্ডকে ২-১ সিরিজে পরাস্ত করল। আজকের ম্যাচে অসাধারণ খেলার জেরে ম্যাচ অফ দ্য ম্যাচের পুরস্কার আসে শুভমান গিলের ঝুলিতে আর তিনটি ম্যাচে অসাধারণ পারফরমেন্সের জেরে ম্যাচ অফ দ্য সিরিজের পুরস্কার জিতে নেন ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

Shubman Gill's unbeaten 126 and Hardik Pandya's four-wicket haul guide India to 168-run win in third T20I against New Zealand in Ahmedabad. India's biggest win in T20Is. India win three-match series by 2-1.

(Pic: BCCI) pic.twitter.com/kCBs8nWjjd

— ANI (@ANI) February 1, 2023