রায়পুর: শনিবার রায়পুরে (Raipur) দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে (New Zealand) কার্যত উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিল ভারত (India)। ম্যাচের শুরুতেই ভারতীয় বোলারদের (Indian bowlers) অসাধারণ বোলিংয়ের ফলে মাত্র ১০৮-এ থমকে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
তার জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার (Indian Captain Rohit Sharma) দুরন্ত অর্ধ শতক (fifty) ঘরের মাঠে অনায়াসে জয় (Win) এনে দিল টিম ইন্ডিয়াকে। এর ফলে ঘরের মাটিতে আয়োজিত একদিনের সিরিজে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে ২-০ স্কোরে এগিয়ে গেল ভারত।
রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Shaheed Veer Narayan Singh International Stadium) আয়োজিত ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১০৯ রান তাড়া নেমে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে অপরাজিত ৪০ রানের ইনিংস উপহার দেন গত ম্যাচের নায়ক শুভমান গিল (Shubman Gill)। আজকের ম্যাচে অসাধারণ বোলিংয়ের জন্য মহম্মদ শামিকে (Mohammad Shami) ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়।
বোলার ও ব্যাটসম্যানদের অসাধারণ খেলার জেরে এখন পর্যন্ত সাতটি ম্যাচে অপরাজিত রইল ভারত। আর এই ম্যাচে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হওয়া একদিনের সিরিজে এগিয়ে এল ২-০ স্কোরে।
দেখুন ভিডিয়ো:
.@ShubmanGill finishes things off in style! #TeamIndia complete a comprehensive 8️⃣-wicket victory in Raipur and clinch the #INDvNZ ODI series 2️⃣-0️⃣ with more game to go ??
Scorecard ▶️ https://t.co/tdhWDoSwrZ @mastercardindia pic.twitter.com/QXY20LWlyw
— BCCI (@BCCI) January 21, 2023
Pacers dominate as India thrash New Zealand in second ODI, clinch series
Read @ANI Story | https://t.co/bR9sTRSN0Y#INDvsNZ #RohitSharma #Shami #Siraj #Gill pic.twitter.com/AemzePwqxd
— ANI Digital (@ani_digital) January 21, 2023