হায়দরাবাদ: ট্র্যাজিক হিরো মাইকেল ব্রাসওয়েলের (Michael Bracewell) দুর্দান্ত ৭৮ বলে ১৪০-এর ইনিংস কোনও কাজে এল না! শুভমান গিলের ডাবল সেঞ্চুরির উপর ভর করে হায়দারবাদের (Hyderabad) রাজীব গান্ধী আর্ন্তজাতিক স্টেডিয়ামে আয়োজিত নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ১২ রান জিতল ভারত (India)। প্রচুর রানের এই ম্যাচে জিতে সিরিজ ১-০-তে এগিয়ে গেল তারা।

প্রথম ইনিংসে শুভমান গিলের ডাবল সেঞ্চুরির উপর ভর করে ৩৪৯ রান করেছিল টিম ইন্ডিয়া। তা তাড়া করতে নেমে বড় ইনিংস গড়ে ফেলে নিউজিল্যান্ডও। মাইকেল ব্রাসওয়েলের দুর্দান্ত ৭৮ বলে ১৪০ রান আশা জাগিয়ে ছিল। কিন্তু, শেষ হাসি হাসে শুভমান গিলের দলই। ম্যাচের সেরা খেলোয়াড়ের শিরোপাও আসে এই ভারতীয় ব্যাটসম্যানের ঝুলিতে। আর দ্বিতীয় ইনিংসে দুধর্ষ বোলিং করে চারটি উইকেট নিয়ে ঘরের মাঠে জীবনের প্রথম ম্যাচ খেলতে নেমে সেরা বোলার হলেন তেলেঙ্গানার ভূমিপুত্র মহম্মদ সিরাজ। আরও পড়ুন: Shubman Gil Hits Double Century: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি শুভমান গিলের