আজ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচ আয়োজিত হবে। সেখানে ম্যাচ শুরু হওয়ার কথা ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় কিন্তু তার আগে জানা গিয়েছে, ২০০৯ সাল থেকে বিল পরিশোধ না করার কারণে স্টেডিয়ামের বেশিরভাগ অংশে বিদ্যুৎ বন্ধ রয়েছে। NDTV-এর খবর অনুযায়ী, রায়পুর স্টেডিয়ামের বকেয়া বিল ৩.১৬ কোটি টাকা এবং ৫ বছর আগে ২০১৮ সালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর ছত্তিশগড় রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে স্ট্যান্ড এবং কর্পোরেট বক্সগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়। কিন্তু এর আগেও এই মাঠে ম্যাচ আয়োজিত হয়েছে সেটা কীভাবে সম্ভব সেই প্রসঙ্গে জানানো হয়েছে, বিভিন্ন ম্যাচ আয়োজনের জন্য ছত্তিশগড় অ্যাসোসিয়েশন বিগত বছরগুলিতে জেনারেটর ব্যবহার করে আসছে। IND vs AUS 4th T20I: রায়পুরে জয় তুলে সিরিজ নিজের নামে করবে সূর্যরা, নাকি ফের অঘটন ঘটাবে অজিরা; সরাসরি দেখুন
আজও একই ব্যবস্থা নেওয়া হবে। রায়পুর রুরাল সার্কেলের ইনচার্জ অশোক খান্ডেলওয়াল (Ashok Khandelwal) জানিয়েছেন, স্টেডিয়ামের অস্থায়ী সংযোগের সক্ষমতা বাড়ানোর জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আবেদন করেছেন। বিদ্যুৎ বিল পরিশোধ না করার মূল কারণ হিসেবে জানা গিয়েছে রায়পুর স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণকারী গণপূর্ত বিভাগ এবং ক্রীড়া বিভাগের মধ্যে লড়াই। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে ভারত একটি ওয়ানডে ম্যাচের জন্য নিউজিল্যান্ডকে স্বাগত জানায়। নিউজিল্যান্ড মাত্র ১০৮ রানে গুটিয়ে যাওয়ায় ম্যাচটি খুব তাড়াতাড়ি শেষ হয়। ২১ ওভারে ১৭৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় পায় ভারত।
No Electricity At Stadium Hosting India Vs Australia T20 Today. Bill 3.16cr Not Paid (NDTV) pic.twitter.com/Ocw1rBzkI0
— Broken Cricket (@BrokenCricket) December 1, 2023