নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে আজ ১৬ ডিসেম্বর টেস্ট ম্যাচের তৃতীয় দিন। ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে চার দিনের একমাত্র টেস্টের দ্বিতীয় সকালে ১০৪.৩ ওভারে ৪২৮ রানে অলআউট হয়ে যায় ভারতীয় মহিলা দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় মহিলা দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এরপর বোলিং করতে নেমেও সেরা ছিল ভারতের মেয়েরা। দীপ্তির ৫ উইকেটের সঙ্গে স্নেহ রানা ২ উইকেট নেন, এছাড়া ১টি করে উইকেট পান পুজা এবং রেনুকা। ভারতের বোলিংয়ের আগুনে ১৩৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এরপর ভারত ফলো-অন না দিয়ে ফের ব্যাটিং করতে নামে। কিন্তু এইবার ইংল্যান্ডের মেয়েরা ঘুরে দাঁড়ায় এবং দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৮৬ রান। এই মুহূর্তে ৪৭৮ রানে এগিয়ে রয়েছে ভারতের মেয়েরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। India's Schedule for 2024: একনজরে আগামী বছরের ভারতের ক্রিকেট সূচি
What's the story behind that @benstokes38 reference 🤔
How did a direct-hit 🎯 shape her cricket journey❓
5⃣-star @Deepti_Sharma06 chats with Head Coach Amol Muzumdar 👍 - By @ameyatilak
Full Interview 🎥 🔽 #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank https://t.co/1Ma3bJP25U pic.twitter.com/dtxug0yMCV— BCCI Women (@BCCIWomen) December 16, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, টেস্ট ম্যাচ তৃতীয় দিন?
১৬ ডিসেম্বর নবি মুম্বইয়ের ডাঃ ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy, Navi Mumbai) টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা তৃতীয় দিন।
কখন থেকে শুরু হবে ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, টেস্ট ম্যাচ তৃতীয় দিন?
ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, টেস্ট ম্যাচ তৃতীয় দিন শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, টেস্ট ম্যাচ তৃতীয় দিন দেখবেন
সরাসরি টিভিতে ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, টেস্ট ম্যাচ তৃতীয় দিন ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, টেস্ট ম্যাচ তৃতীয় দিন
সরাসরি অনলাইনে ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, টেস্ট ম্যাচ তৃতীয় দিন দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।