IND vs WI (Photo Credit: ICC/ Twitter)

শাই হোপের নেতৃত্বে বার্বাডোসে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় দল এই ম্যাচের জন্য নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে বিশ্রাম দেয়। এমন পরিস্থিতিতে দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন হার্দিক পান্ডিয়া। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ৮০ বলে অপরাজিত ৬৩ রান করেন এবং কিসি কার্টি ৬৫ বলে গুরুত্বপূর্ণ অপরাজিত ৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬.৪ ওভারে ১৮২ রান তাড়া করতে সহায়তা করেন। এর আগে শার্দুল ঠাকুর তিনটি ও কুলদীপ যাদব একটি উইকেট নিয়ে ভারতের আশা জাগিয়ে তোলেন। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজ ৪০.৫ ওভারে ভারতকে ১৮১ রানে গুটিয়ে দেয়। Hardik Pandya: আজ খেলছেন না বিরাট-রোহিত, নেতৃত্বে হার্দিক পান্ডিয়া, খেলছেন সঞ্জু-অক্ষর

শুভমন গিল ও ইশান কিষাণ উদ্বোধনী উইকেটে ৯০ রান যোগ করে ভারতকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান। তবে পার্টনারশিপ ভাঙার পর ইনিংসটি পুরোপুরি ভেঙ্গে যায়। গিল ৩৪ রানে এরপর ৫৫ রানে ইশান কিষাণকে আউট হন, এরপর বাকী ৯০ রানে ভারতের ১০ উইকেট পড়ে যায়। টেস্ট সিরিজে ভারতের দুই মহাতারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মা নিজেদের ফর্ম ফিরে পেলেও সেটি ওয়ানডে বিশ্বকাপের আগে কাজে কেন না লাগানো সত্যিই বড় প্রশ্ন তোলে। প্রথম ওয়ানডে ম্যাচেও ভারতীয় দল পরীক্ষা-নিরীক্ষা করে কিন্তু সেই দিন ওয়েস্ট ইন্ডিজ ১১৫ রানের লক্ষ্য দেয়। সেখানে তাঁরা সিদ্ধান্ত নেয় ৭ এবং ৮ নম্বরে ব্যাটিং করতে আসার।

বিশ্বকাপের বাছাইপর্বে নিজের জায়গা করতে না পারা ওয়েস্ট ইন্ডিজকে সহজ প্রতিদ্বন্দ্বী হিসেবে হয়তো ধারণা করে তাঁরা। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হারের অজুহাতে প্রস্তুতি সময় পাওয়া যায়নি এই অজুহাত সবচেয়ে আগে উঠে আসে। সেখানে এক মাসের বেশী সময় বিশ্রামের পর মাত্র ২টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয়ের পর এই সিদ্ধান্ত বড়ই অবাক করা। হার্দিকের অধিনায়ক অথবা রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে অক্ষর প্যাটেলকে তিন নম্বরে ব্যাটিং করানো কিংবা সূর্য কুমার যাদবকে ৬ নম্বরে আনার ফল ২০১৯ থেকে প্রথমবার ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে হেরে যায়। এই লজ্জাজনক হারে বিরক্ত ভারতীয় ফ্যানরাও। কেউ কেউ প্রশ্ন তুলেছেন আইপিএলে তিন মাস টানা খেলে এক ম্যাচেও আরাম না নেওয়া তারকারা আন্তর্জাতিক ক্রিকেটকে এত হেলাফেলা করে কেন? কোচ রাহুলের চিন্তাধারা ভারতের নিজের দেশের বিশ্বকাপের ফলাফলের কথা ভেবে উদ্বেগ আনছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।