বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) উদ্বোধনী ম্যাচে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তার ৩৩তম পাঁচ উইকেট নিয়ে উইন্ডসর পার্কে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের পতন ঘটান। স্পিন জাদুকর অশ্বিন ওপেনার তেজনারাইন চন্দরপলকে আউট করে প্রথম ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে পিতা-পুত্র দুজনকেই আউট করেছেন। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকেও আউট করেন অশ্বিন। পেসার শার্দুল ঠাকুর রেমন রেইফারকে ২ রানে আউট করেন। মহম্মদ সিরাজ একহাতে দুর্দান্ত ক্যাচ নিয়ে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে তার প্রথম উইকেট এনে দেন। অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ১৫০ রানে অলআউট করে। এরপর ব্যাট করতে নেমে ওপেনার রোহিত শর্মা ৩০ ও যশস্বী জয়সওয়ালের ৪০ রান করে ২৩ ওভারে ৮০/০ স্কোর করে দেয়। আজকের দিনের খেলায় ভারত ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র ৭০ রানে পিছিয়ে। Siraj Catch, IND vs WI Test: দেখুন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরাজের 'ম্যাচ চেঞ্জিং' ক্যাচ
700 international wickets for @ashwinravi99 - Ash Anna OP in the replies, please asap!
Watch the Highlights of Day 1 👉 https://t.co/c8vP4vTD0A#SabJawaabMilenge #JioCinema #WIvIND pic.twitter.com/dCa2K0iw5r— JioCinema (@JioCinema) July 13, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিন?
১৩ জুলাই ডোমিনিকার উইন্ডসর পার্কে (Windsor Park, Dominica) প্রথম টেস্টের দ্বিতীয় দিন মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
কখন থেকে শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট?
ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শন স্পোর্টস চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে। বিনামূল্যে দেখা যাবে জিও সিনেমাতে।