India vs Sri Lanka ODI Series 2023 (Photo Credit: BCCI/ Twitter)

রবিবার ১৫ জানুয়ারি তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে (Greenfield International Stadium in Thiruvananthapuram) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে ভারত-শ্রীলঙ্কা। আগের ম্যাচে ভারত চার উইকেটে জিতেছিল। গত ম্যাচে ভারতীয় দলের যাত্রাপথ প্রথম ও দ্বিতীয়ার্ধে ছিল একেবারে বিপরীত। বোলাররা, বিশেষ করে কুলদীপ যাদব (Kuldeep Yadav), শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের অনেক প্রশ্ন করেছিলেন, যা তাদের বিভ্রান্ত করেছিল। গত বছর সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সেরা পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) আবার দলের হয়ে বল করেছেন। সিরাজ-কুলদীপের জুটি শ্রীলঙ্কার ছয় ব্যাটসম্যানকে আউট করে ব্যাকফুটে ঠেলে দেয়। নুয়ানিদু ফার্নান্দো (Nuwanidu Fernando) ছাড়া দলের আর কোনো ব্যাটসম্যান ৫০ রানের বেশি করতে পারেননি। ৩৯.৪ ওভারে মাত্র ২১৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। প্রতিপক্ষের পথ অনুসরণ করে ভারতীয় দল। ১৫ ওভারের খেলা শেষ হওয়ার আগেই পুরো টপ অর্ডারই হারিয়ে ফেলে তারা। হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) সঙ্গে পঞ্চম উইকেটে ৭৫ ও অক্ষর প্যাটেলের (Axar Patel) সঙ্গে পরের উইকেটে আরও ৩০ রান যোগ করেন লোকেশ রাহুল (KL Rahul)। একদিনের ম্যাচে নিজের সবচেয়ে মন্থর হাফসেঞ্চুরি করলেও সেই কাজ শেষ করতে পেরেছেন রাহুল। শেষ দিকে কুলদীপ দু'টি বাউন্ডারি সহ দশ রানের ইনিংস খেলে ক্যামিও ভূমিকা পালন করেন।

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় একদিনের ম্যাচ?

রবিবার ১৫ জানুয়ারি তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে (Greenfield International Stadium in Thiruvananthapuram) ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় একদিনের ম্যাচটি আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় একদিনের ম্যাচ?

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০-টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network) এবং দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)।