আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে কাজে লাগাতে প্রস্তুত ডিজনি স্টার। ২০২৩ সালের ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। ডিজনি স্টারের জন্য এই মেগা ক্রিকেট ইভেন্টটি বড় পাওনা তা আবারও প্রমাণ হয়ে গেল। বেশ কয়েকটি বিজ্ঞাপন সংস্থা এখন ডিজনি স্টার ব্রডকাস্টারের রেট কার্ডটি অ্যাক্সেস করে। সেখান থেকে জানা গিয়েছে, সহ-উপস্থাপকদের সম্মানিত পদের জন্য আনুমানিক ১১৮ কোটি টাকা দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েট স্পন্সররাও পিছিয়ে থাকবে না, তাদের বিজ্ঞাপনের স্লটের জন্য দিতে হবে ৮৮ কোটি টাকা। ডিজনি+ হটস্টারে সহ-উপস্থাপনার সুযোগের জন্য ১৫০ কোটি টাকা ফি নির্ধারণ করেছে সম্প্রচারকারী সংস্থা। স্পনসরদের ৭৫ কোটি টাকা এবং অ্যাসোসিয়েট স্পনসরদের ৪০ কোটি টাকা দিতে হবে। IND vs PAK to Reschedule, ICC CWC 2023: পাল্টে যেতে পারে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের তারিখ, জানুন কারণ
Disney Star quotes Rs 30 lakh per 10 seconds for IND vs PAK World Cup 2023 match#INDvsPAK #ODIWorldCup2023 #CricketTwitter https://t.co/OutNE4R25y
— InsideSport (@InsideSportIND) July 27, 2023
ভারত-পাকিস্তান ম্যাচটি অবশ্য ব্যতিক্রম। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বিজ্ঞাপনের দাম প্রতি ১০ সেকেন্ডে ৩০ লক্ষ টাকা করে বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। টেলিভিশনের ক্ষেত্রে, যারা এসডি চ্যানেলে সহ-উপস্থিত হতে চান তাদের ৮৯.৮৬ কোটি টাকা ব্যয় করতে হবে। উন্নতমানের এইচডি ফিডের জন্য দাম নির্ধারণ করা হয়েছে ৪৮.৪ কোটি টাকা। বাজারের দুর্বল অবস্থার কারণে ডিজনি স্টার গত প্রতিযোগিতার তুলনায় সামগ্রিকভাবে ৩০-৩৫% বিজ্ঞাপনের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়।