এশিয়া কাপ ২০২৩ এখন শেষের মুখে। এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান দেখতে চায় যেকোনো ক্রিকেটভক্ত। কিন্তু দু'দলের মুখোমুখি হওয়ার নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে। টানা দুদিন শ্রীলঙ্কা ও পাকিস্তানকে পরপর হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার দল কিন্তু পাকিস্তান এখনও বেশ বিপাকে রয়েছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বড় হার তাদের কঠিন জায়গায় ঠেলে দিয়েছে। তবে আগামী ১৭ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এশিয়া কাপ ২০২৩-এ ভারত বনাম পাকিস্তান ফাইনালের বিভিন্ন সমীকরণগুলি জেনে নেওয়া যাক।
India become the first team to qualify for the final of the Asia Cup 2023 🔥🇮🇳#INDvSL #CricketTwitter pic.twitter.com/B3uZdxYNDm
— Sportskeeda (@Sportskeeda) September 12, 2023
বর্তমান অবস্থা
এ পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান ৩ ম্যাচের মধ্যে ২টি ম্যাচ খেলেছে। ২০২৩ এশিয়া কাপের দুই রাউন্ডের পর ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত এবং ভারতের নেট রান রেট ২.৬৯০। এদিকে ভারতের কাছে ৪১ রানে হারের পর নেট রান রেটে সুবিধা হারিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু তারা এখনও -০.২০০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
জানুন সমীকরণ
- যদি শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিতে যায় ভারত এবং শ্রীলঙ্কাকে পাকিস্তান হারিয়ে দেয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের সুবাদে নিজেদের জায়গা আগেই পাকা করে নিয়েছে ভারত। বাংলাদেশের কাছে বড় হারও তাঁদের কাছে খুব একটা গুরুত্ব পাবে না। কিন্তু সুপার ৪-এ ভারত অপরাজিত থাকলে তাদের পয়েন্ট হবে ৬। অন্যদিকে, শ্রীলঙ্কাকে হারাতে পারলে পাকিস্তান ৪ পয়েন্ট পাবে। এক্ষেত্রে ভারত ও পাকিস্তান স্বয়ংক্রিয়ভাবে ২০২৩ সালের এশিয়া কাপের ফাইনাল খেলবে।
- যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও বাংলাদেশের বিপক্ষে হেরে যায় ভারত এবং শ্রীলঙ্কাকে পাকিস্তান হারিয়ে দেয়। ভারত যদি বাংলাদেশের কাছে হেরে যায়, তাহলে ৪ পয়েন্ট নিয়ে সুপার ৪ পর্ব শেষ করবে আর পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলে ৪ পয়েন্টে পৌঁছবে পাকিস্তান, যা তাদের ফাইনালে ওঠার জন্য যথেষ্ট।
যদি পাকিস্তান কোনোভাবে শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে পাকিস্তানের খেলা শেষ হবে মাত্র ২ পয়েন্টে যেটি তারা পেয়েছে বাংলাদেশকে হারিয়ে। এতে ভারত ও শ্রীলঙ্কা সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। কারণ, শ্রীলঙ্কার পয়েন্টও সেই সময় হবে ৪। আবার যদি বৃষ্টিতে খেলা ভেসে যায় পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ সেক্ষেত্রে আরও ভাল নেট রান রেটের কারণে ২০২৩-এর এশিয়া কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে শ্রীলঙ্কা।