IND vs NZ Schedule 2024: ভারত-নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের ক্রীড়াসূচি, স্কোয়াড, কোথায় দেখবেন, পরিসংখ্যান

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ৩-০ জয়ের পর এবার অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়ার সামনে নিউ জিল্যান্ড। বধবার থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম খেলা।

Team India (Photo Credits: X@BCCI)

New Zealand tour of India 2024: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ৩-০ জয়ের পর এবার অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়ার সামনে নিউ জিল্যান্ড। বধবার থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম খেলা। আগামী বছর জুনে লর্ডসে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে কিউইদের বিরুদ্ধে ৩-০ সিরিজ জেতাটা জরুরী টিম ইন্ডিয়ার জন্য। টানা তিনবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার ব্যাপারে টিম ইন্ডিয়া ফেভারিট। রোহিত শর্মা-র দল পয়েন্ট তালিকায় শীর্ষে। কিন্তু রোহিতদের এরপর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে পাঁচ টেস্টের কঠিন সিরিজ খেলতে হবে।

তাই কিউইদের বিরুদ্ধে তিনটি টেস্টের সিরিজে জিতে পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করা আর অজি সিরিজের আগে নিজেদের মনোবল বাড়িয়ে নিতে নামছে রোহিত শর্মা ব্রিগেড।

এক নজরে টেস্ট সিরিজের ক্রীড়াসূচি--

প্রথম টেস্ট: ১৬ অক্টোবর, বুধবার থেকে, বেঙ্গালুরু

দ্বিতীয় টেস্ট: ২৪ অক্টোবর থেকে, পুণে

তৃতীয় টেস্ট: পয়লা নভেম্বর থেকে, মুম্বই

কখন থেকে শুরু হবে খেলা:

তিনটি টেস্টের খেলাই শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে

কোথায় সরাসরি দেখানো হবে:

টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে। ইন্টারনেটের মাধ্যমে দেখা যাবে জিও সিনেমা ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে।

দুই দলের স্কোয়াড:

ভারত- রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশদীপ, সরফরাজ খান, লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, কুলদীপ যাদব,।

নিউ জিল্যান্ড- মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিল্পিস, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, মিচেল ব্রেসওয়েল, ড্যারি মিচেল, রচিন বরীন্দ্র, মিচেল স্যান্টনার, টম লাথাম, টম ব্লান্ডাল, ডেভন কনওয়ে, বেন সিয়ার্স, ম্যাট হেনরি, উইলিয়াম ওরোউরকে, টিম সাউদি, আজাজ প্যাটেল।

পরিসংখ্যান-

দুটি দল মোট ৬২টি টেস্টে মুখোমুখি হয়েছে

ভারত জয়ী- ২২টি

নিউ জিল্যান্ড জয়ী- ১৩টি

ড্র- ২৭টি

ভারতের মাটিতে টেস্টে

ভারত জয়ী- ১৭টি টেস্ট

নিউ জিল্যান্ড জয়ী-২টি টেস্ট

নিউ জিল্যান্ডের মাটিতে টেস্টে

নিউ জিল্যান্ড জয়ী-১০টি টেস্ট

ভারত জয়ী-৫টি টেস্ট

দুই দলের শক্তি-

ভারত- অসম্ভব শক্তিশালী ব্যাটিং লাইনআপ, জশপ্রীত বুমরা ও রবীচন্দ্রন অশ্বিনের ফর্ম, শক্তিশালী স্পিন বিভাগ।

নিউ জিল্যান্ড- বেশ কিছু তরুণ প্রতিভা, পজেটিভ ক্রিকেট, স্পিন বোলিং বিভাগ সমীহ করার মত, কেন উইলিয়ামসন।

দুই দলের দুর্বলতা-

ভারত- চাপের মখে পরীক্ষিত নয়, বিদেশী দলে অচেনা স্পিনারদের সামনে অপ্রত্যাশিতভাবে হুড়মুড়িয়ে ব্যাটিং ধসে পড়ার রেকর্ড, টপ অর্ডারের কিছুটা ধারাবাহিকতার অভাব।

নিউ জিল্যান্ড- সাম্প্রতিক ফর্ম খারাপ (শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ), ঘূর্ণি পিচে খেলার অনভিজ্ঞতা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫-র পয়েন্ট তালিকায় দুই দল কোথায়-

ভারত- শীর্ষস্থানে (৭৪,.২৪ শতাংশ)

নিউ জিল্যান্ড- ষষ্ঠ নম্বরে (৩৭.৫০ শতাংশ)



@endif