একদিবসীয় ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের ভারত সফর। বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) সিরিজের প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। একদিনের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজ শুরু করতে মরিয়া টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma)। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ করেছে ভারত। রবিবার তৃতীয় একদিনের ম্যাচ ৩১৭ রানে জিতে নেয় ভারত। আগের দুই ম্যাচেও জয় পেয়ে, ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে রোহিত শর্মার দল। এই ম্যাচে সবার নজর থাকবে উমরান মালিকের (Umran Malik) দিকে। পেস বোলিংয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছেন তিনি। আসন্ন বিশ্বকাপে চমক জাগানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ?
বুধবার,১৮ জানুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০-টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network) এবং দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)
??? ????? ??? ?? ?????? ?????? ??? ?????? ??????? #?????? ??????
? 1st ODI ?️ January 18
? Broadcast starts at ⏰ 12 Noon
? Game starts at ⏰ 1:30 PM onwards..
???? ?? ?? ?????? ? (?? ???? ????) pic.twitter.com/8ZM75ScFHN
— Doordarshan Sports (@ddsportschannel) January 17, 2023
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)।
Time for the Kiwi test as #TeamIndia takes on the #1 ODI team in the world NZ and inch closer to the ICC Men’s World Cup 2023! Tune-in to Mastercard #INDvNZ ODI LIVE, starting 18 January, 12:30 PM, only on Star Sports & Disney+Hotstar. pic.twitter.com/xTtE2EiBTl
— Star Sports (@StarSportsIndia) January 11, 2023