Jadeja-Rohit (Photo Credit: BCCI/ X)

ভাইজাগে দুর্দান্ত জয়ের পর গতকাল (বৃহস্পতিবার) থেকে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজিত হয়েছে। রাজকোটে উদ্বোধনী দিনের তৃতীয় সেশনে দুর্দান্ত সেঞ্চুরিতে পৌঁছে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ভারতীয় ইনিংসকে আরও শক্তিশালী করেন রবীন্দ্র জাদেজা। রোহিত ও জাদেজা সেঞ্চুরি করে ২০৪ রান যোগ করে ভারতকে লড়াইয়ে ফেরান। আজ জাদেজা তার ঘরের মাঠে তার চতুর্থ টেস্ট সেঞ্চুরিতে করেন এবং রোহিত ১১ ইনিংসে তার প্রথম সেঞ্চুরি করেন। রাজকোটে প্রথম দিনের শেষে রোহিতের দলের স্কোর ৩২৬/৫, যেখানে দ্রুত ৪৮ বলে অভিষেকেই প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন সরফরাজ খান। রাজকোটে প্রথম দিনে দুর্দান্ত সেঞ্চুরি করে সিরিজে রানের খরা শেষ করেন ভারত অধিনায়ক রোহিত। এছাড়া রোহিতের ইনিংস এমন এক সময়ে আসে যখন ভারতের পার্টনারশিপের খুব প্রয়োজন ছিল। কারণ ভারত জয়সওয়াল (১০), শুভমন গিল (০) ও রজত পাটিদারের (৫) দ্রুত তিন উইকেট হারায়। Rohit Sharma Century: ইংল্যান্ডের বিপক্ষে রাজকোটে ১১তম টেস্ট শতক রোহিত শর্মার

ইংল্যান্ডের একাদশঃ জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোক্স (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।

ভারতের একাদশঃ যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রজত পাটিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?

১৬ ফেব্রুয়ারি রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Saurashtra Cricket Association Stadium, Rajkot) আয়োজিত হবে ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ।

কখন থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?

ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ

সরাসরি টিভিতে ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।