আজ শুক্রবার, ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমের ডঃ ওয়াইএস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মার দল বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ডের মুখোমুখি হয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতা আনার চেষ্টা করবে। ১৯৩২ সাল থেকে ভারত ও ইংল্যান্ড ১৩২টি টেস্ট খেলেছে। সব মিলিয়ে ইংল্যান্ড ৫১টি জয় পেয়েছে, ভারত জিতেছে ৩১টি। ভারতে ৫৫ ম্যাচের ২২টিতেই জিতেছে আয়োজকরা, ১৫টিতে জয় পেয়েছে থ্রি লায়ন্সরা, ড্র হয়েছে ২৮টিতে। সিরিজ জয়ের দিক থেকে ইংল্যান্ড জিতেছে ১৯টি, ভারত জিতেছে ১১টি সিরিজ। ইংল্যান্ড দলের দুটি পরিবর্তন হিসেবে অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এবং শোয়েব বশির দলে জায়গা পেয়েছেন। অন্যদিকে, ভারতের দলে এসেছেন সরফরাজ খান ও রজত পাটিদার। IND vs ENG 2nd Test Live Streaming: ভারত বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্ট; সরাসরি দেখবেন যেখানে
টসঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের।
🚨 Toss Update 🚨
Captain @ImRo45 wins the toss and #TeamIndia elect to bat in Vizag 👌👌
Follow the match ▶️ https://t.co/X85JZGt0EV#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/3I2k0P38mz
— BCCI (@BCCI) February 2, 2024
ইংল্যান্ডের একাদশঃ জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোক্স (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন।
ভারতের একাদশঃ যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রজত পাটিদার, শ্রেয়স আইয়ার, শ্রীকর ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরা, মুকেশ কুমার, কুলদীপ যাদব।