আজ দিনের শেষ ইনিংসে ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি আরও একটি হাফ সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে সফরকারীদের দারুণ সূচনা এনে দেন। কিন্তু ডাকেটকে অশ্বিন ম্যাচ শেষের তিন ওভার আগে আউট হয়ে ফিরে গেলে রেহান আহমেদ 'নাইটহক' হিসেবে ব্যাট করতে বেশ সাবলীল ছিলেন। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে ইংল্যান্ডের এখন প্রয়োজন ৩৩২ রান, আর এই ম্যাচে সমতা আনতে ভারতের প্রয়োজন ৯ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়ে শুভমন গিল রবিবার ভারতের হয়ে তিন নম্বর ব্যাটার হিসাবে সাত বছর পর তাঁর প্রথম সেঞ্চুরি করেন। গিলের ব্যাটিং মাস্টারক্লাস ভারতের লিড ৩৫০ রানের বেশি বাড়ানোর পথ প্রশস্ত করে, এরপর ইংলিশ স্পিনাররা আয়োজক দলকে ২৫৫ রানে গুটিয়ে দেয়। যেহেতু অক্ষর ছাড়া আর কোনো ব্যাটসম্যান প্রতিশ্রুতি দেখাতে পারেননি তাই অবশেষে ইংল্যান্ড ৩৯৯ রানের লক্ষ্য পায়। Shubman Gill Century: সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের তিন নম্বরে নেমে সেঞ্চুরি শুভমন গিলের
Partnership broken! ⚡️@ashwinravi99 with the opening breakthrough as local lad @KonaBharat takes a fine catch!
England lose Ben Duckett.
Follow the match ▶️ https://t.co/X85JZGt0EV#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/hO3sJEQslz
— BCCI (@BCCI) February 4, 2024
প্রথম ইনিংসে ২০৯ রান করা যশস্বী জয়সওয়াল দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিজের দ্বিতীয় ওভারে জেমস অ্যান্ডারসনের বলে আউট হন। ভাইজাগে প্রথম সেশনের দশম বলে রোহিত শর্মাকে আউট করে ভারতকে শুরুতেই ধাক্কা দেন ইংলিশ পেসার। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ১৭০-র বেশি রানের লিড নিয়ে ভারতের দ্বিতীয় ইনিংস শুরু করে রোহিতরা। গতকাল ভারতের রান ছিল বিনা উইকেটে ২৮। তৃতীয় দিনে স্লিপ ফিল্ডিং করার সময় ডান দিকের ইনডেক্স ফিল্ডারে চোট পান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। এরপর তিনি মাঠের বাইরে চলে যান স্ক্যানের জন্য, পুরো ম্যাচে তাঁকে আর দেখা যায়নি। ভারতের মাটিতে এটি সর্বোচ্চ রানের চেস হতে চলেছে ইংল্যান্ডের জন্য। ভারতের বিপক্ষে দলের সর্বোচ্চ সফল রান তাড়া করে ১৯৭২-৭৩ মরসুমে দিল্লিতে, যেখানে ইংল্যান্ড ২০৮ রান করে ছয় উইকেটে জয়লাভ করে। সেই কারণে ভারত আত্মবিশ্বাস নিয়েই কাল মাঠে নামবে এবং আশা করবে কালকেই খেলা শেষ করার।
দেখুন স্কোরকার্ড
Stumps on Day 3 in Vizag 🏟️
England 67/1 in the second-innings, need 332 more to win.
An eventful Day 4 awaits 👌👌
Scorecard ▶️ https://t.co/X85JZGt0EV#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/nbocQX36hB
— BCCI (@BCCI) February 4, 2024