Bomb Threat in England (Photo Credit: X@BrumCityWMP)

ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে বার্মিংহামে দ্বিতীয় টেস্ট ম্য়াচ (IND vs ENG 2nd Test Match) শুরুর একদিন আগে টিম ইন্ডিয়ার হোটেলের বাইরে পাওয়া গেল একটি সন্দেহজনক প্যাকেট। এই প্যাকেট ঘিরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। আসলে, যে হোটেলে ভারতীয় ক্রিকেট দলকে রাখা হয়েছে, সেই হোটেলের কাছাকাছি স্যান্টিনারি স্কোয়ারে ওই সন্দেহজনক প্যাকেটটি পাওয়া গিয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ আসে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি পোস্ট করে পুলিশ জানিয়েছে, 'বার্মিংহাম সিটি সেন্টারের স্যান্টিনারি স্কোয়ার আমরা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছিলাম। একটা সন্দেহজনক প্যাকেট পেয়েছি। সেটাকে তদন্ত করা হচ্ছে। দুপুর তিনটে নাগাদ আমরা এই প্যাকেটের ব্যাপারে খবর পেয়েছি। নিরাপত্তার কারণে বেশ কয়েকটি বহুতল খালি করে দেওয়া হয়। আপাতত গোটা ঘটনার তদন্ত চলছে। আপাতত একটাই অনুরোধ ওই অঞ্চলে কেউ যাবেন না।' যদিও একঘন্টার মধ্যেই পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সেইসঙ্গে নিরাপত্তার ঘেরাটোপও সরিয়ে দেওয়া হয়।