![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/1-2023-06-07T093759.348-380x214.jpg)
আজ ৭ জুন লন্ডনের কেনিংটন ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট ২০২১-২৩ চক্রের ফাইনালে ওঠা অস্ট্রেলিয়া ১৯টি ম্যাচ খেলেছে এবং এর মধ্যে ১১টিতেই জয় পেয়েছে। ৬৬.৬৭-জয়ের শতাংশ নিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। অন্য দিকে, ভারত এই টুর্নামেন্টের ফাইনালে সরাসরি উঠতে পারেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজ জয়ের পরও নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের ফলাফলের জন্য অপেক্ষা করতে হয়। এরপর দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে নাটকীয়ভাবে হারের পর রোহিত শর্মার দলকে ফাইনালে পাঠায় নিউজিল্যান্ড। এই মিলিয়ে দ্বিতীয়বার ভারত টেস্ট চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাচ্ছে। অন্য দিকে, ক্রিকেটবিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
পিচ রিপোর্ট- যেহেতু মেঘলা আবহাওয়ার পূর্বাভাস রয়েছে সেই কারণে কেনিংটন ওভালের পিচ ম্যাচের শুরুতেই বোলিং করার জন্য বেশ ভাল হবে। তবে ওভালের পিচে লাল বলের ক্রিকেট এই প্রথম জুন মাসে খেলা হচ্ছে। ইংল্যান্ডের অন্যান্য আইকনিক ভেন্যুর তুলনায় ওভালে স্পিনাররা ভালো করে। কিন্তু প্রাথমিক রিপোর্ট বলছে, ম্যাচের জন্য উপরিভাগে যথেষ্ট পরিমাণে সবুজ ঘাস রয়েছে। তাই ম্যাচে পেসারদের প্রাধান্য থাকার সম্ভাবনা থাকায় দলগুলো আগে বোলিংয়ে প্রাধান্য দেবে।
দেখুন পিচ
The latest picture of The Oval pitch for WTC Final between India vs Australia. pic.twitter.com/91gxrz0Xvf
— CricketMAN2 (@ImTanujSingh) June 6, 2023
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কে এস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
LonDen Calling for #Whistle4blue 🇮🇳#WTCFinal #INDvAUS pic.twitter.com/ZrFRMDN1P0
— Chennai Super Kings (@ChennaiIPL) June 7, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ?
৭ জুন লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ?
ভারত বনাম অস্ট্রেলিয়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ
ভারত বনাম অস্ট্রেলিয়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচটি টেলিভিশনে দেখানো হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ
ভারত বনাম অস্ট্রেলিয়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar)