আজ বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ২০২৩ বিশ্বকাপে প্রথমবার ভারত অলআউট হয়েছে। এখন অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ২৪১ রান। শুরুটা ভারতের জন্য ভালোই করেন অধিনায়ক রোহিত শর্মা কিন্তু অর্ধশতকের আগেই ৪৭ রানে ম্যাক্সওয়েলের বলে আউট হন তিনি। তাঁর আগে মাত্র ভারতের ৩০ রানে ৪ রান করে স্টার্কের বলে আউট দিয়ে ফিরে যান। এরপর বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের ব্যাটিংয়ের সময় অনুপ্রবেশকারী ঢুকে পড়েন এবং হয়তো সেই কারণেই মনসংযোগ হারিয়ে ৪ রানে আউট হয়ে ফিরে যান শ্রেয়স। কোহলি এবং রাহুল দুজনেই অর্ধশতক করে ভারতকে স্থিতিজনক জায়গায় নিয়ে গেলে ফের আঘাত হানেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। World Cup : ক্রিকেট বিশ্বকাপের মধ্যেই ১৯৮৩ বিশ্বকাপ জয়ের স্মৃতি রোমন্থন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশের
এরপর ভারতের ইনিংস অনেক ধীর হয়ে যায় এবং যার ফলে ব্যাটসম্যানদের ওপর আরও চাপ তৈরি হয় এবং দ্রুত উইকেটও পড়তে থাকে। ১০ম ওভারের পর বাউন্ডারি প্রায় পুরোপুরি শুকিয়ে যায়। রবীন্দ্র জাদেজাও ক্রিজে টিকে থাকারই চেষ্টা করেন শুধু কিন্তু কোনো রান আসেনি সেভাবে এব ২২ বলে ৯ রান করে আউট হন তিনি। এরপর সূর্য কুমার যাদব দাঁড়িয়ে থাকার চেষ্টা করলেও ২৮ বলে মাত্র ১৮ রান করতে পারেন। এরপর কুলদীপ এবং সিরাজ মিলে ১৬ রান যোগ করেন এবং শেষ বলে রান আউট হয়ে যান কুলদীপ যাদব। অজিদের হয়ে ৩ টি উইকেট নেন মিচেল স্টার্ক, ২ উইকেট নেন প্যাট কামিন্স ও জশ হেজলউড, ১ উইকেট নেন অ্যাডাম জাম্পা এবং গ্লেন ম্যাক্সওয়েল।