আজকে একদিনের বিশ্বকাপের পঞ্চম ম্যাচে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে নামবে ভারত। সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটের এই দুই শক্তিকেন্দ্র তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে তাদের প্রতিযোগিতামূলক মনোভাব ও দক্ষতার পরিচয় দিয়েছে। এমএ চিদম্বরম স্টেডিয়ামের পিচ ব্যাটিং স্বর্গ হওয়ার প্রতিশ্রুতি দেয়, পেসারদের এবং স্পিনারদের নিজেদের ছাপ রাখার সুযোগ করে দেয়। তাড়া করাই পছন্দের স্ট্র্যাটেজি হয়ে ওঠে, বিশ্ব ক্রিকেটের সেরা দুটি দল এই ম্যাচে বাড়তি উত্তেজনার আস্তরণ যোগ করে। IND vs AUS, ICC ODI World Cup Live Streaming: বিশ্বকাপে প্রথম ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কি হারাতে পারবে রোহিতরা; সরাসরি দেখবেন যেখানে
🚨 Toss Update 🚨
Australia win the toss and elect to bat.
Follow the Match ▶️ https://t.co/ToKaGif9ri#CWC23 | #INDvAUS | #MeninBlue pic.twitter.com/3BxcFfqWnX— BCCI (@BCCI) October 8, 2023
টসঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। ডেঙ্গুতে আক্রান্ত ভারতের দলে নেই শুভমন গিল, ইশান কিষাণ ওপেনিং করবেন। অস্ট্রেলিয়ার দলে নেই ট্রাভিস হেড, শন অ্যাবট ও জশ ইঙ্গলিস।
অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।