আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫৭১ রান তুলেছে ভারত। দ্বিতীয় ইনিংসে অজিদের হয়ে ব্যাট করতে নেমেছেন ট্রাভিস হেড এবং নাইটওয়াচম্যান ম্যাথু কুহনেম্যান। ৬ ওভারে বিনা উইকেট খুইয়ে ৩ রান করেছে অজিরা। বিরাট কোহলি ১৮৬ রানে আউট হওয়ার পর শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে ৫৭১ রানে ৯ উইকেটে ভারতের ইনিংস শেষ হয়। তৃতীয় দিনেই হাফ সেঞ্চুরি করে টেস্টে তাঁর ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন, আজ কোহলি টেস্ট শতকের খরা কাটিয়ে উঠেছেন। ২০১৯ সালের নভেম্বরে শেষবার টেস্ট শতকের পর আজ ২৮তম শতক করেন। অজিদের বিপক্ষে এটি তাঁর অষ্টম শতক। অক্ষর প্যাটেলকে ৮৯ রানে বোল্ড করেন মিচেল স্টার্ক।
Australia unscathed after India take lead.#WTC23 | #INDvAUS | 📝 https://t.co/VJoLfVSMyd pic.twitter.com/tECXazgG0H
— ICC (@ICC) March 12, 2023
এরপর লায়ানের বলে ৭ রানে কুহনেম্যানর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অশ্বিন। এরপর ব্যাটিং করতে এসে উমেশ যাদব ২ রান নিতে গিয়ে সহজেই রান আউট হয়ে যান। অবশেষে মহম্মদ শামির সঙ্গে ব্যাট করতে নেমে ৩৬৪ বলে ১৮৬ রানে উইকেট হারান কোহলি। শেষ সেশনে ফের টড মারফির শিকার হন তিনি। এছাড়া লাঞ্চের পরের সেশনে কেএস ভরতের উইকেট তুলে নেন নাথান লায়ন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৮ রানে ফিরে যান রবীন্দ্র জাদেজা। ৩ উইকেটে ২৮৯ রান নিয়ে শুরু করে ভারত। দ্বিতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিনের ছয় উইকেটের সুবাদে ৪৮০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।