Australia Cricket Team, BGT 2023 (Photo Credit: Twitter)

ইন্দোর, ৩ মার্চ: ট্রাভিস হেডের অপরাজিত ৪৯ ও মার্নাস লাবুশেনের ২৮ রানের ইনিংসে ভর করে শুক্রবার হোলকার স্টেডিয়ামে তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের খেলা শুরু হলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য ৭৬ রান প্রয়োজন ছিল। শুরুতে উসমান খোয়াজাকে দুই বলে শূন্য রানে ফেরানোর পর হেড ও লাবুশানে অল্প সময়ে লক্ষ্য পূরণে সক্ষম হন এবং ১৮.৫ ওভারে স্কোরলাইন ২-১ করেন। এই জয়ের ফলে আগামী ৭-১১ জুন লন্ডনের ওভালে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই খোয়াজা ফরোয়ার্ড ডিফেন্সে রবিচন্দ্রন অশ্বিনের বলে কেএস ভরতকে ক্যাচ দেন। খোয়াজা রিভিউ নিলেও রিপ্লেতে আলট্রা এজে স্পাইক দেখা যায়, যা ভারতকে কিছুটা স্বস্তি দেয় সেই মুহূর্তে।

তবে হেড ও লাবুশেন শুরুতেই ভারতের স্পিন জুটি অশ্বিন-জাদেজাকে ধসিয়ে দেন। হেড ৫৩ বলে ৬ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে অপরাজিত ৪৯ রান করেন। লাবুশানে ২৮ রানে ৬টি চারও ছিল। নাগপুর ও দিল্লিতে প্রথম দু'টি ম্যাচ হেরে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথমবার জয় লাভ করে অস্ট্রেলিয়া। টসে জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় ম্যাচ শুরু হয়। কিন্তু, প্রথম ইনিংসে ভারত ১০৯ রানে অল-আউট হওয়ার পর অস্ট্রেলিয়া ১৯৭ রান তুলে ৮৮ রানের লিড পায়। এরপর ভারত দ্বিতীয় ইনিংসে ১৬৩ রান তুলতে সক্ষম হয়। আগামী ৯ মার্চ থেকে আহমেদাবাদে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।