আজ ২৭ সেপ্টেম্বর রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নামবে ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব প্রথম দুটি ওয়ানডে তে অনুপস্থিত ছিলেন, কারণ টিম ম্যানেজমেন্ট তাদের বিশ্রাম দিয়েছে। আজ ফিরছেন রোহিত এবং বিরাট। অন্যদিকে, অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্বে ফিরেছেন প্যাট কামিন্স। তবে চোটের কারণে প্রাথমিক ম্যাচ থেকে ছিটকে যাওয়া গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক আজ ফিরছেন। IND vs AUS 3rd ODI Live Streaming: ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে, সরাসরি দেখবেন যেখানে
টসঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। ভারতের দলে ফিরেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর এবং বাদ পড়েছেন রবি অশ্বিন। ভাইরাল জ্বরে বাদ পড়েছেন ইশান কিষাণ, ফিরেছেন সিরাজ। অস্ট্রেলিয়ার দলে এসেছেন প্যাট কামিন্স এছাড়া দলে এসেছেন মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, তনবীর সংঘ।
🚨 Toss Update 🚨
Australia elect to bat in the third and final #INDvAUS ODI.
Follow the Match ▶️ https://t.co/H0AW9UXI5Y#TeamIndia | @IDFCFIRSTBank pic.twitter.com/16zilN2M5b
— BCCI (@BCCI) September 27, 2023
ভারতের একাদশঃ রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
অস্ট্রেলিয়ার একাদশঃ মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, তনবীর সংঘ, জশ হ্যাজেলউড।