আজ ২২ মার্চ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chennai) তিনটি একদিবসীয় ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ বরাবরই রোমাঞ্চকর। সিরিজ এই মুহূর্তে সমতায় থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ এক কথায় সিরিজের নির্ণায়ক ম্যাচ। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল দ্বিতীয় একদিনের ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। ভারত মাত্র ২৬ ওভারে ১১৭ রানে অলাউট হয়ে যায় এরপর মিচেল মার্শ ৬৬ ও ট্রাভিস হেড ৫১ রান করে মাত্র ১১ ওভারে ১২১ রান করে সহজ জয় লাভ করে। প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৮৮ রানে অলআউট করে ৩৯.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। আজ দু'দলের কাছেই সমান সুযোগ সিরিজ জয়ের।
The last stop on this long and exciting tour, #TeamIndia will aim to end on a high! 🥳
Drop a 😍 to see the #MenInBlue victorious.
Tune-in to the 3rd #INDvAUS ODI
Today | 12:30 PM onwards | Star Sports Network & Disney+Hotstar#BelieveInBlue #Cricket #RoadToWorldCup pic.twitter.com/lV7T81jgtD
— Star Sports (@StarSportsIndia) March 22, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় একদিনের ম্যাচ?
আজ ২২ মার্চ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chennai) ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় একদিনের ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় একদিনের ম্যাচ?
ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় একদিনের সরাসরি সম্প্রচার?
ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় একদিনের ম্যাচ ভারতের স্টার স্পোর্টস (Star Sports) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় একদিনের ম্যাচ লাইভ স্ট্রিমিং?
ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় একদিনের ম্যাচের লাইভ স্ট্রিমিং।